নয়াদিল্লি: শেষ হল মোদি-মমতা বৈঠক। দীর্ঘ ৪০ মিনিট ধরে চলে এই বৈঠক। নয়াদিল্লির প্রধানমন্ত্রীর বাসভবনে হয় ওই একান্ত বৈঠক। সূত্রের খবর, রাজ্যের একাধিক দাবি-দাওয়া নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দরবার করেন। কেন্দ্রের কাছে রাজ্য সরকারের পাওনা রয়েছে প্রায় ৯৭ হাজার কোটি টাকা। সেই টাকা না মেলায় রাজ্যের অনেক প্রকল্প আটকে রয়েছে বলে মুখ্যমন্ত্রী অনুযোগ করেন। এছাড়া ১০০ দিনের কাজ প্রকল্পেও প্রায় সাত হাজার কোটি টাকা পাওনা। এসব নিয়েও কথা হয়েছে বলে সূত্রের খবর।
বিরোধীরা অবশ্য অভিযোগ করছেন, শিক্ষা দুর্নীতিতে রাজ্য মন্ত্রিসভার প্রাক্তন দ্বিতীয় ব্যক্তি পার্থ চট্টোপাধ্যায় ইডির হাতে গ্রেফতার হওয়ায় মুখ্যমন্ত্রীর কপালে ভাঁজ পড়েছে। বাম ও কংগ্রেস নেতৃত্বের আরও দাবি, শুধু পার্থ নয়, এই দুর্নীতিতে আরও অনেক রাঘব বোয়াল জড়িত। তাঁদেরও টেনে আনতে হবে। অভিযোগ, আসলে মুখ্যমন্ত্রী সেটিং করার জন্যই প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে যখন দিল্লিতে প্রধানমন্ত্রীর বৈঠক শেষ হল, ঠিক তখনই কলকাতায় ব্যাঙ্কশাল আদালত পার্থ এবং তাঁর ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতার ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়।
আরও পড়ুন: China-US Relation over Taiwan: পেলোসিকে বয়কট করল চীন, সম্পর্ক তলানিতে
মুখ্যমন্ত্রী চারদিনের সফরে দিল্লি গিয়েছেন বৃহস্পতিবার বিকেলে। সঙ্গে গিয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্যায়ও। আজ সন্ধ্যায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে মুখ্যমন্ত্রীর দেখা করার কথা। রবিবার যোগ দেবেন নীতি আয়োগের বৈঠকেও।