Placeholder canvas

Placeholder canvas
Homeজেলার খবরTMC Inner Clash | অভিষেক জেলা ছাড়ার আগেই ঝালদায় তৃণমূলের তুমুল কোন্দল 

TMC Inner Clash | অভিষেক জেলা ছাড়ার আগেই ঝালদায় তৃণমূলের তুমুল কোন্দল 

Follow Us :

ঝালদা: ‘২০২৬-এর নির্বাচনে জিতে দেখাক’, দলেরই বিধায়ককে চ্যালেঞ্জ তৃণমূল নেতার (TMC Leader)। পুরুলিয়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) জনসংযোগ যাত্রা শেষ হওয়ার আগেই ঝালদায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ফের প্রকাশ্যে চলে এল।       

বৃহস্পতিবার ঝালদা ১ নম্বর ব্লকের ভূসেন্ডি গ্রামে কমিউনিটি হলে বৈঠকে বসেন প্রাক্তন তিন বুথ সভাপতির অনুগামীরা। সম্প্রতি তৃণমূলের সাংগঠনিক স্তরে বেশ কিছু রদবদল হয়েছে। তাতে ওই তিন বুথ সভাপতিকে সরিয়ে নতুন তিন জনকে        দায়িত্ব দেওয়া হয়েছে। তার ফলেই পুরনো বুথ সভাপতিদের ক্ষোভ বেড়েছে। তাঁরা বিধায়ক সুশান্ত মাহাতর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন।       

আরও পড়ুন: Bankura News | আইসিডিএসের খাবারের ডালে টিকটিকি, হাসপাতালে ভর্তি ১-র বেশি শিশু 

তবে বাগমুন্ডির বিধায়ক সুশান্ত মাহাত বুথ সভাপতি পরিবর্তনের কথা অস্বীকার করেন।অনুগামীদের নিয়ে ওই বৈঠকে বিক্ষুব্ধ বুথ সভাপতিরা বলেন, অভিষেকের নবজোয়ার কর্মসূচির আগে পর্যন্ত দলের জেলা নেতারা আমাদের কিছুই জানাননি। আজই জানতে পারলাম, আমাদের বুথ সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন অপসারিত তিন বুথ সভাপতি শেখ এজাহার, জামালউদ্দিম্ন কাজী এবং শেখ রৌয়াত।

ওই বৈঠকে একটি লিখিত প্রস্তাব পড়ে শোনান জামালউদ্দিন। তাতে বলা হয়েছে, পঞ্চায়েত ভোটে প্রার্থী করা নিয়ে কারও মতামত নেওয়া হয়নি। ২০২১ সালের পরে যাঁরা দলে এসেছেন, বিধায়ক পুরনোদের বদলে তাঁদেরই বেশি গুরুত্ব দিচ্ছেন। এই অবস্থায় জেলা নেতৃত্ব পূনর্বিবেচনা না করলে আমরা দল ছাড়তে বাধ্য হব।

পরে বুথ সভাপতিদের অনুগামীরা বলেন, বিধায়কের জেতার ক্ষমতা হবে না আমাদের ছাড়া। ২০২৬ বিধানসভা ভোটে জিতে দেখান। আমাদের চ্যালেঞ্জ রইল। বিধায়ক অবশ্য এই ব্যাপারে কোনও মন্তব্য করতে চাননি। প্রতিক্রিয়া মেলেনি জেলা নেতৃত্বেরও।

RELATED ARTICLES

Most Popular