Placeholder canvas

Placeholder canvas
Homeআন্তর্জাতিকFlorida Hurricane: শক্তিশালী হারিকেন ইয়ানে তছনছ ফ্লোরিডা

Florida Hurricane: শক্তিশালী হারিকেন ইয়ানে তছনছ ফ্লোরিডা

Follow Us :

ফ্লোরিডা: মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা শক্তিশালী ঝড় হারিকেনে তছনছ। হারিকেন ইয়ান ফ্লোরিডার দক্ষিণ-পশ্চিম উপকূলে আঘাত করেছে। ফ্লোরিডার স্থানীয় সময় অনুযায়ী, বুধবার দুপুর ৩টে নাগাদ ল্যান্ডফল করে। দি ন্যাশনাল হারিকেন সেন্টার জানিয়েছে, শক্তিশালী এই হারিকেন ফ্লোরিডার ফোর্ট মেয়ার্স ও কায়োকোস্টার দ্বীপে ব্যাপক ক্ষতিগ্রস্ত করেছে।

জানা গিয়েছে, প্রায় ২৪১ কিলোমিটার বেগে ক্যাটাগরি ৪ মাত্রার হারিকেনটি ক্ষতিগ্রস্ত করেছে শহরকে। যার জেরে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ১৮ লক্ষের বেশি বাসিন্দা। এর প্রভাবে ফ্লোরিডার উপকূলীয় এলাকায় তৈরি হয়েছে ব্যাপক জলোচ্ছ্বাস। আশপাশের বিভিন্ন শহরে ঝোড়ো হাওয়া ও ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। বন্ধ হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। হারিকেনের কারণে ফ্লোরিডার বেশ কয়েকটি বিমানবন্দরের ২ হাজারের বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। পাশাপাশি বুধ ও বৃহস্পতিবার মার্কিন যুক্তরাষ্ট্রজুড়ে আরও সাড়ে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত ২৫ লক্ষ বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। একাধিক নিরাপদ আশ্রয় তৈরি করা হয়েছে।

আরও পড়ুন: Bihar IAS Controversy: এরপর তো কন্ডোম চাইবে, সরকারি কর্মশালায় দশম শ্রেণির ছাত্রীকে কটাক্ষ মহিলা আইএএসের

হারিকেন ইয়ান মোকাবিলায় উপকূলীয় এলাকায় আগে থেকেই ব্যাপক প্রস্তুতি নিয়েছিল ফ্লোরিডা প্রশাসন। এই ঘূর্ণিঝড়ের কারণে উত্তর-দক্ষিণ ক্যারোলাইনা রাজ্যে জরুরি ব্যবস্থা জারি করা হয়েছে। অন্যদিকে, ফ্লোরিডা উপকূলের কাছে উত্তাল সাগরে ডুবে গিয়েছে কিউবার একটি জাহাজ। এ ঘটনায় এখন পর্যন্ত ২০ জনের নিখোঁজ হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে। তাঁদের উদ্ধারে বিপর্যয় মোকাবিলা দল মোতায়েন করা হয়েছে।

২০০৪ সালে ফ্লোরিডায় এমন ভয়াবহ আঘাত হানা আরও এক হারিকেন চার্লি। তবে ইয়ানকেই সবচেয়ে শক্তিশালী বলে ধারণা করছে বিশেষজ্ঞরা। এর আগে স্থানীয় সময় মঙ্গলবার সকালে কিউবার পশ্চিম উপকূলে আঘাত হানে হারিকেন ইয়ান। এর প্রভাবে উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া ও ভারী বৃষ্টির পাশাপাশি ব্যাপক জলোচ্ছ্বাসের দেখা যায়। এর প্রভাবে হতাহত হন বেশ কয়েকজন।

RELATED ARTICLES

Most Popular