Placeholder canvas

Placeholder canvas
HomeখেলাT20 WC: "ফাইনালে খেলবে ভারত-নিউজিল্যান্ড, কাপ জিতবে টিম ইন্ডিয়া"

T20 WC: “ফাইনালে খেলবে ভারত-নিউজিল্যান্ড, কাপ জিতবে টিম ইন্ডিয়া”

Follow Us :

টি-২০ বিশ্বকাপের ফাইনালে খেলবে ভারত-নিউজিল্যান্ড। তারপর কিউইদের হারিয়ে বিশ্বকাপ জিতবে টিম ইন্ডিয়া। এমনটাই মনে করছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন তারকা ক্রিকেটার এবি ডেভিলিয়ার্স। এবি বলছেন, ” সূর্যকুমার যাদব ও বিরাট কোহলি যেরকম অবিশ্বাস্য ফর্মে আছেন তাতে ভারত টি-২০ বিশ্বকাপ জিতবে।” আগামী ১৩ নভেম্বর, রবিবার মেলবোর্নে টি-২০ বিশ্বকাপের ফাইনালে ভারতের প্রতিপক্ষ হতে চলেছে নিউজিল্যান্ড। এমনটাই ভবিষ্যদ্বাণী করলেন এবি।

রোহিত শর্মার দলকে প্রশংসায় ভরিয়ে দিলেন এবি। ভারত যেভাবে সুপার ১২ পর্ব চারটে ম্যাচে জিতে সেমিফাইনালে উঠেছে তা দেখে ডেভিলিয়ার্সের মনে হয়েছে, কাপটা টিম ইন্ডিয়ারই জেতা উচিত। চলতি টি-২০ বিশ্বকাপে যেভাবে সূর্যকুমার যাদব ব্যাটিং করছেন, তা নাকি অনেকটা এবি ডেভিলিয়ার্সের মত। সেই সূর্যকুমার যাদবকে বড় সার্টিফিকেট দিয়ে এবি বললেন,” এখনও আন্তর্জাতিক টি-২০-তে SKY-য়ের মত অবিশ্বাস্য ব্যাটিং খুব কম ক্রিকেটারই করতে পারে।”সূর্যের মত তাঁর আইপিএলের সতীর্থ তথা প্রাক্তন আরসিবি অধিনায়ক বিরাট কোহলিকে মহান অ্যাখা দিয়ে এবি বললেন, ও যেরকম অবিশ্বাস্য ফর্মে আছে, তাতে ভারতের বিশ্বকাপ জেতা উচিত।  

আরও পড়ুন-KKR IPL: ফিল্ডিং কোচ হয়ে শাহরুখের দলে ফিরলেন প্রাক্তন ক্রিকেটার

দেখুন কী বলছেন এবি

ডেভিলিয়ার্স বলছেন, “প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ড-পাকিস্তান ম্যাচ জমজমাট হতে চলেছে। তবে শেষ পর্যন্ত পাকিস্তানকে হারিয়ে দেবে নিউজিল্যান্ড।” ভারসাম্যর দিক থেকে কিউইরা এগিয়ে থাকার পাশাপাশি ক্লোজ ম্যাচ বের করার দক্ষতায় কেন উইলিয়ামসনরা ফাইনালে উঠবেন বলে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ৩৬০ ডিগ্রি ব্যাটার। আর অ্যাডিলেডে দ্বিতীয় সেমিফাইনালে ভারত হারিয়ে দেবে ইংল্যান্ডকে। এবি-র কথা মিলে গেলে দ্বিতীয় বার ভারতে টি-২০ বিশ্বকাপটা আসছে ঠিকই, কিন্তু ২০০৭-র মত ভারত-পাক ফাইনাল হবে না। 

RELATED ARTICLES

Most Popular