Placeholder canvas

Placeholder canvas
HomeLowest Car in the World | টায়ার ছাড়াই বিশ্বের সবচেয়ে নিচু গাড়ি
Array

Lowest Car in the World | টায়ার ছাড়াই বিশ্বের সবচেয়ে নিচু গাড়ি

Follow Us :

সময়ের সঙ্গে তাল মিলিয়ে আরও উন্নততর হচ্ছে প্রযুক্তি। সম্প্রতি দেখা মিলল সেরকমই একটি উন্নত প্রযুক্তির। @Rainmaker1973-এ একটি ভিডিও (টায়ার ছাড়া গাড়ি) পোস্ট করা হয়েছে যাতে একটি অভিনব গাড়ি সকলের নজর কেড়েছে। এই গাড়িটির বিশেষত্ব হল গাড়িটিতে কোন চাকা নেই।ওই গাড়ির ভিডিও পোস্ট করে ক্যাপশনে লেখা ‘Lowest Car in the World’। গাড়িটির একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। তাতে দেখা যাচ্ছে এই ‘বিশ্বের সচেয়ে নীচু গাড়ি’। এটা দেখলে আপনার মনে হবে যেন গাড়িটি মাটির ভিতরে অর্ধেক ঢুকে গিয়েছে।

ওই ভিডিয়োতে দেখা যাচ্ছে, গাড়িটির উপরের অংশটির দেখা মিললেও কাঁচের নিজের অংশ, অর্থাৎ জানলার বা চাকার অংশ এবং যেখানে লাগেজ রাখা হয়েছে, সে সব কিছুই নেই। শুধু তাই নয়, গাড়িটি চলছে টায়ার ছাড়াই। ভিডিওর শেষে দেখা যায়, একজন ব্যক্তি গাড়ি থেকে বেরিয়ে আসেন। এর আগের পর্যন্ত ভাবা হচ্ছিল যে গাড়িটি রিমোট চলছে।পরে বোঝা যায় ওই ছোট গাড়িটি ভেতর থেকে চালানো হচ্ছিল, এটি চালানোর জন্য রিমোট ব্যবহার করা হচ্ছিল না।

টুইটারে শেয়ার করা গাড়িটির ভিডিওটি ৩ কোটির বেশি ভিউ পেয়েছে এবং ইউটিউবে পোস্ট করা ভিডিওটি ৩ লাখেরও বেশি ভিউ পেয়েছে। অনেকেই এই অভিনব আবিষ্কারের প্রশংসা করলেও অনেকেই প্রশ্ন তুলছেন এমন গাড়ির দরকার কী!

RELATED ARTICLES

Most Popular