Placeholder canvas

Placeholder canvas
HomeকলকাতাEgra Blast | এগরা কাণ্ডে মূল অভিযুক্ত ভানু বাগের মৃত্যু

Egra Blast | এগরা কাণ্ডে মূল অভিযুক্ত ভানু বাগের মৃত্যু

Follow Us :

কলকাতা: এগরা কাণ্ডে মূল অভিযুক্ত ভানু বাগের মৃত্যু। ওড়িশার কটকের রুদ্র হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি ছিলেন ভানু। হাসপাতাল সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে তিনি মারা যান। পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার অমরনাথ কে ভানুর মৃত্যুর খবর নিশ্চিত করেন। পড়শি রাজ্য থেকে ভানুর দেহ আনতে ইতিমধ্যেই উদ্যোগী হয়েছে রাজ্য পুলিশ। পুলিশ সূত্রে খবর, ভানুর শেষকৃত্যের পর তাঁর ছেলেকে হেফাজতে নেওয়া হবে। এগরা বিস্ফোরণ মামলায় ভানু, তাঁর পুত্র ও ভাইপোর বিরুদ্ধে মূল অভিযুক্ত হিসেবে মামলা দায়ের হয়েছিল। ভানুর মৃত্যু হওয়ায় বর্তমানে এই মামলার মূল অভিযুক্ত তাঁর ছেলে ও ভাইপো। ইতিমধ্যে ভানুর ভাইপোকে আট দিনের সিআইডি হেফাজতে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবারই এগরা কাণ্ডে মূল অভিযুক্ত ভানু সহ তাঁর ছেলে এবং ভাইপোকে আটক করেছিল পুলিশ। সূত্রের খবর, ছেলের নাম পৃথ্বীজিৎ বাগ ও ভাইপোর নাম ইন্দ্রজিৎ বাগ। সিআইডি সূত্রে জানা যায়, বিস্ফোরণের দিন একটি মোটরসাইকেলে করে আহত অবস্থায় ভানু ও তাঁর ছেলে এবং ভাইপো ওড়িশায় পালিয়ে যান। ওড়িশার কটকের রুদ্র হাসপাতালে ভর্তি ছিলেন ভানু। হাসপাতাল সূত্রে খবর, তাঁর শরীরের ৭০ শতাংশ পুড়ে গিয়েছিল। গুরুতর আহত থাকায় ভানুকে হাসপাতালেই রাখা হয়। গতকালই রাতে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তাঁর। 

আরও পড়ুন: BJP Rally | ভগবানপুরে বিজেপির মিছিল থেকে হামলার অভিযোগ

উল্লেখ্য, মঙ্গলবার এগরা ১ ব্লকের সাহারা গ্রাম পঞ্চায়েতের খাদিকুল গ্রামে একটি বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু হয় আট জনের। ওই কারখানার মালিক ভানু ওরফে কৃষ্ণপদ বাগ ঘটনার পরই ওড়িশায় পালিয়ে যান। তারপর থেকেই ফোন বন্ধ ছিল ভানুর। শেষ মোবাইল লোকেশন অনুযায়ী, ভানু ওড়িশায় ছিল বলে পুলিশ সূত্রে জানা যায়। শেষমেশ বৃহস্পতিবার ওড়িশার কটক থেকে ভানু সহ তাঁর ছেলে ও ভাইপোকে আটক করে পুলিশ। 

RELATED ARTICLES

Most Popular