Placeholder canvas

Placeholder canvas
Homeলিডপুলিশ এড়াতে সড়কপথ ছেড়ে ট্রেনে সন্দেশখালি রওনা সুকান্তর
Sandeshkhali Incident

পুলিশ এড়াতে সড়কপথ ছেড়ে ট্রেনে সন্দেশখালি রওনা সুকান্তর

এদিকে সন্দেশখালিতে পৌঁছলেন জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিরা

Follow Us :

বসিরহাট: মঙ্গলবার বসিরহাটের পুলিশ সুপারের অফিস ঘেরাওয়ের কর্মসূচি রয়েছে রাজ্য বিজেপির। রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার নেতৃত্ব সেই কর্মসূচি রয়েছে। রাজ্য পুলিশের পথ আটকে দেওয়া এড়াতে সুকান্ত মজুমদার রেলপথ ব্যবহার করলেন। এদিন হৃদয়পুর স্টেশনে এসে ট্রেনে উঠে বসিরহাটের উদ্দেশ্যে রওনা দেন সুকান্ত। মোট ৩০ জনের টিকিট কাটা হয়েছে। তিনি জানিয়েছেন, আইনভঙ্গ করা তাঁদের উদ্দেশ্য নয়। কিন্তু পুলিশের হাত এড়িয়ে তাঁরা যে করে হোক বসিরহাট পৌঁছবেনই। কোনও রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে ইতিমধ্যে পুলিশ সুপারের অফিসের কাছে জারি করা হয়েছে ১৪৪ ধারা।

এদিকে সন্দেশখালিতে পৌঁছলেন জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিরা। সেখানে গ্রামে ঘুরে ঘুরে মহিলাদের সঙ্গে কথা বলছেন কমিশনের দুই প্রতিনিধি। অনেযদিকে ধামাখালির রামপুরে কংগ্রেসের প্রতিনিধিদলকে আটকে দেয় পুলিশ। ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করেন কংগ্রেস কর্মী, সমর্থকেরা। এ নিয়ে পুলিশের সঙ্গে তাঁদের ধস্তাধস্তি বেধে যায়। তার পরে বিক্ষোভকারীদের বাসে তুলে নিয়ে চলে যায় পুলিশ।

আরও পড়ুন: নিজের গ্রামেই আক্রান্ত বিজেপির পঞ্চায়েত সদস্য

বসিরহাট যাওয়ার পথে পুলিশের কাছে বাধা পান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাই আজ পুলিশের বাধার সম্মুখীন এড়াতে ট্রেনে বসিরহাট উদ্দেশে রওনা দেন বিজেপির রাজ্য সভাপতি।

দেখুন আরও অন্যান্য খবর: 

RELATED ARTICLES

Most Popular