Placeholder canvas

Placeholder canvas
HomeকলকাতাKashipur Arrest: কাশীপুরে বিস্ফোরক তৈরির মশলা সহ আগ্নেয়াস্ত্র উদ্ধার

Kashipur Arrest: কাশীপুরে বিস্ফোরক তৈরির মশলা সহ আগ্নেয়াস্ত্র উদ্ধার

Follow Us :

কলকাতা:  পঞ্চায়েত ভোটের আগে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার হচ্ছে। যে ঘটনা চিন্তার ভাঁজ বাড়াচ্ছে প্রশানের। বীরভূমের সদাইপুর থানা এলাকার একটি জঙ্গল থেকে অস্ত্র উদ্ধার হয়েছে। এবার কাশীপুর থানা (Kashipur ps) এলাকার একটি বাড়ি থেকে একাধিক অস্ত্র ও বোমা উদ্ধার করল পুলিশ। কিছু দিন আগেই সেখানে এক অস্ত্র কারবারিকে গ্রেফতার করে পুলিশ। 
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে বুধবার গভীর রাতে তল্লাশি অভিযানে নামে দক্ষিণ ২৪ পরগনার কাশীপুর থানার পুলিশ। তারা অভিযান চালিয়ে বিপুল পরিমাণে বোমা তৈরি সরঞ্জাম উদ্ধার করে। এর পাশাপাশি, দুটি দেশীয় এক নলা বন্দুক উদ্ধার করেছে। ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেফতার করে তদন্ত শুরু হয়েছে। তাদের মধ্যে একজন আইএসএফ রাজনৈতিক দলের কর্মী। ওই রাজনৈতিক দলের একজন বিধায়ক রয়েছেন বর্তমান বিধানসভায়। 

আরও পড়ুন: Jaipur: জীবনবিমার ২ কোটি হাতাতে স্ত্রীকে ‘পথ দুর্ঘটনা’য় খুন
কাশীপুর থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি টিম নাটকপুকুর আখেরপাড়ায় নাবিরুল মোল্লার বাড়িতে তল্লাশি চালায়। সেখান থেকে উদ্ধার হয় একনলা দেশী বন্দুক, ৪ রাউন্ড কার্তুজ, ২৫ পিস লোহার পাইপ, লাইভ সকেট বোমা সহ অন্য সরঞ্জাম। তাছাড় বিস্ফোরক তৈরির জন্য মজুত করা ছাই রঙের বারুদ জাতীয় পাউডার। আড়াই কেজি হলুদ রঙের পাউডারও পাওয়া গিয়েছে। আড়াই কেজি সাদা পাউডার মিলেছে। এগুলি সবই বিস্ফোরণ তৈরির জন্য রাখা হয়েছিল বলে মনে করা হচ্ছে। বোমা তৈরির জন্য সাড়ে চার কেজি দড়ি ও আড়াই কেজি লোহা পাওয়া গিয়েছে। 

RELATED ARTICLES

Most Popular