নজরুল গীতি রিমেক করে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো রোষের মুখে বিখ্যাত সুরকার এ আর রহমান। ‘পিপ্পা’ নামের এক সিনেমাতে কাজী নজরুল ইসলামের ‘কারার ওই লৌহ কপাট’ গানটি নতুন ভাবে ব্যবহার করেছেন তিনি। আর তার পরেই মারাত্মক জন রোষে অস্কার জয়ী এ আর রহমান। একাধিক বাঙালি সঙ্গীত শিল্পী মিলে গানটি গেয়েছেন। এবং গান প্রকাশ পেতেই চারিদিকে নিন্দার ঝড় উঠেছে। বিশিষ্ট সঙ্গীতজ্ঞদের মতে, গানের কথার অর্থ না বুঝেই গানটিতে সুরারোপ করেছেন রহমান। যার ফলে গানের কথার গাম্ভীর্যের সঙ্গে সুরের কোনও সামঞ্জস্য নেই। কেউ কেউ আবার বলছেন, কাজী নজরুল ইসলামের এমন একটি গানের আত্মাকে ধ্বংস করা হয়েছে।
গান প্রকাশ পেতেই চারিদিকে নিন্দার ঝড় উঠেছে। নেটিজেনদের দাবি, বাঙালি ভাবাবেগে আঘাত করেছেন এ আর রহমান। প্রতিবাদ জানিয়েছেন খ্যাতনামা শিল্পী রাঘব চট্টোপাধ্যায়ও।
একজন কমেন্ট করে লেখেন, কাজী নজরুল ইসলামের এমন একটি গানের আত্মাকে ধ্বংস করা হয়েছে। যে গান আমাদের দেশের স্বাধীনতার মতো বিষয়ের সাথে জড়িত, যা শুনলে আমাদের মহান বিপ্লবীদের প্রতি মাথা নত হয়ে আসে, তাকে নষ্ট করার অধিকার কারোর নেই। এ আর রহমনের মতো শিল্পীর কাছ থেকে এটা আশা করি না। একজন শ্রোতা হিসেবে আমি এর তীব্র প্রতিবাদ জানালাম।