Placeholder canvas

Placeholder canvas
HomeScrollইদে ভিজবে দক্ষিণের একাধিক জেলা, বইবে ঝোড়ো হাওয়া
Rain Forecast

ইদে ভিজবে দক্ষিণের একাধিক জেলা, বইবে ঝোড়ো হাওয়া

কমলা সতর্কতা জারি পশ্চিমবঙ্গের তিনটি জেলায়

Follow Us :

কলকাতা: আগামীকাল বৃহস্পতিবার ভিজবে দক্ষিণবঙ্গে কয়েকটি জেলা। ইদের দিন বাংলার ১২টি জেলায় বৃষ্টি (Rain Forecast) হবে। কয়েকটি জেলায় ঝড়ও (Rain Storm) উঠবে। শিলাবৃষ্টি (Hailstorm) এবং ঘণ্টায় ৫০ কিলোমিটার বেগে ঝড় বইবে এখন। দক্ষিণ ২৪ পরগনা উত্তর ২৪ পরগনা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া এবং পুরুলিয়া ঝাড়গ্রামে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কমলা সতর্কতা জারি করা হয়েছে। এই কয়েকটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলির শুষ্ক আবহাওয়া থাকবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে হালকা বৃষ্টিপাত সেইসঙ্গে বজ্রবিদ্যুৎসহ ঝোড়ো হাওয়া দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং কোচবিহার আলিপুরদুয়ারে উত্তরবঙ্গের এই জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি রয়েছে।

বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সাতটি জেলায় উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া বৃষ্টি হবে। হাওড়া, কলকাতা, হুগলি, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া বৃষ্টি হবে না। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। আর দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

আরও পড়ুন: ভোটের মুখে লক্ষাধিক টাকা উদ্ধার হাওড়ায়

কলকাতা ক্ষেত্রে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। সেই সঙ্গে হালকা বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বইবে। আগামী কয়েকদিন ২-৩ ডিগ্রি তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। পুরুলিয়ার সহ পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৩৭ থেকে ৩৮ ডিগ্রি কাছাকাছি থাকার সম্ভাবনা। দক্ষিণবঙ্গে অন্যান্য জেলাগুলোতে ৩৪ ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে। কলকাতার তাপমাত্রা ৩৪ থেকে ৩৫ ডিগ্রি কাছাকাছি থাকবে।

অন্য খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular