Placeholder canvas

Placeholder canvas
HomeScrollভোটের মুখে লক্ষাধিক টাকা উদ্ধার হাওড়ায়
Money Recovered

ভোটের মুখে লক্ষাধিক টাকা উদ্ধার হাওড়ায়

Follow Us :

হাওড়া: লোকসভা ভোটের আগে এবার হাওড়ায় উদ্ধার বিপুল পরিমাণ টাকা। বুধবার পুলিশের এক অভিযানে উদ্ধার হয়েছে প্রায় ৫৯ লক্ষ টাকা। জানা গিয়েছে, হুগলির কোন্নগর থেকে দুই ব্যক্তি টাকা নিয়ে যাচ্ছিলেন হাওড়া স্টেশনে। সেখান থেকে এদের ট্রেন ধরার কথা ছিল। হাওড়া স্টেশনে পৌঁছনোর আগেই গোলাবাড়ি থানার পুলিশের নাকা চেকিংয়ে উদ্ধার হয় ওই বিপুল পরিমাণ টাকা। টাকার উৎস কী, উত্তর দিতে না পারায় আটক করা হয়েছে ট্যাক্সি চালক-সহ ওই দুই ব্যক্তিকে। ভোটের আগে এত বিপুল পরিমাণ টাকা ব্যাগে করে কোথায়, কী উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছিল তা খতিয়ে দেখা হচ্ছে।

এর আগে ডাউন নিউ দিল্লি হাওড়া রাজধানী এক্সপ্রেসে তল্লাশি চালিয়ে ৫০ লক্ষ ৮৪ হাজার টাকা বাজেয়াপ্ত করেছিল জিআরপি। ঘটনায় ৬ জন যাত্রীকে গ্রেফতার করে রেল পুলিশ। জিআরপি সূত্রে জানা যায়, ধৃতরা হল-বিশ্বনাথ জানা (৩৮ ), সৌমেন জানা(২৯), সৈয়দ আসিফ (৫৩), জিসান খান মিরাজ (৩৪), মুদিত রাষ্ট্রগি (৪২ ), মোহম্মদ দানের (২৯)। এদের মধ্যে বিশ্বনাথ জানা ও সৌমেন জানা পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার বাসিন্দা। বাকি চারজন লখনউয়ের বাসিন্দা।

আরও পড়ুন: শাহি বার্তায় বঙ্গ বিজেপির আসনের টার্গেট কমল? শুরু জল্পনা

RELATED ARTICLES

Most Popular