Placeholder canvas
HomeScrollএই খাবার খেলে উল্টে বাড়বে শরীরের মেদ!

এই খাবার খেলে উল্টে বাড়বে শরীরের মেদ!

কলকাতা: শরীরে একটি অপরিহার্য পুষ্টি উপাদান হল প্রোটিন। শরীরের যত্ন নিতে, রক্তে শর্করার ভারসাম্য ঠিক রাখার পাশাপাশি ইস্ট্রোজেন হরমোন ভারসাম্য বজায় রাখতে শরীরে পর্যাপ্ত প্রোটিনের প্রয়োজন। প্রোটিনের অভাব বাড়াবাড়ি রকমের শারীরিক অসুস্থতার দিকে নিয়ে যেতে পারে।

এদিকে জানেন, ওজন নিয়ন্ত্রণে রাখতেও প্রোটিন সমান ভাবে জরুরি। শরীর খুব তাড়াতাড়ি শোষণ করে নিতে পারে এই প্রোটিন। হাঁস-মুরগির মাংস, মাছ, দুগ্ধজাত খাবার, লেবু এবং বাদাম হল ভাল প্রোটিনের উৎস।

আরও পড়ুন: বাংলাদেশে গিয়ে বিপাকে ‘ইমন চক্রবর্তী’ 

অন্যদিকে, খারাপ প্রোটিন হল প্রক্রিয়াজাত মাংস এবং অন্যান্য প্রোটিন উত্স যাতে উচ্চ মাত্রায় স্যাচুরেটেড ফ্যাট থাকে। ডায়েটে এই প্রকার প্রোটিন খুব বেশি রাখা মোটেও ভাল নয়। এই প্রকার প্রোটিন বেশি মাত্রায় খেলে হার্টের সমস্যা, কিডনির সমস্যা এবং অন্যান্য আরও সমস্যা হতে পারে।

সসেজ, বেকন, ফ্রায়েড চিকেনও প্রোটিনের উৎস তবে এই প্রোটিন খাওয়া মোটেও স্বাস্থ্যকর নয়। এই প্রকার প্রক্রিয়াজাত খাবারে উচ্চ মাত্রায় নুন থাকে, যা শরীরের বেশি ক্ষতি করে।

অন্য খবর দেখুন:

Colour Bar | ৫ ডিসেম্বর শুরু কলকাতা ফিল্ম ফেস্টিভাল, কারা কারা আসছে দেখুন কালার বার

RELATED ARTICLES

Most Popular

Recent Comments