Placeholder canvas

Placeholder canvas
HomeScrollভোটের সময় সকাল থেকে রাস্তাতেই থাকবেন রাজ্যপাল

ভোটের সময় সকাল থেকে রাস্তাতেই থাকবেন রাজ্যপাল

এবার ভোট হবে অবাধ ও শান্তিপূর্ণ, রক্তের হোলিখেলা চলবে না, স্পষ্ট বার্তা বোসের

Follow Us :

হাওড়া : ভোটের সময় সকাল থেকে রাস্তায় থাকবেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস (Governor C V Ananda Bose)। শনিবার তিনি নিজেই এ কথা জানিয়ে বলেন, এবারের লোকসভা ভোট (Lok Sabha Election) হবে অবাধ এবং শান্তিপূর্ণ। ভোটে কোনও হিংসা বরদাস্ত করা হবে না। ভোটের নির্ঘণ্ট ঘোষণার কয়েক ঘণ্টা আগে হাওড়ার রামকৃষ্ণপুর ঘাটে দাঁড়িয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন তিনি। তখনই বোস বলেন, ভোটের দিনে আমি সকাল থেকে রাস্তায় থাকব।

গত বিধানসভা এবং পঞ্চায়েত ভোটে বাংলার মানুষ দেখেছে, সন্ত্রাস আর হিংসা কাকে বলে। পঞ্চায়েত ভোটে মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে কলকাতার লাগোয়া ভাঙড়ে কী পরিমাণ হিংসাত্মক ঘটনা ঘটেছে, রাজ্যপাল নিজে তার সাক্ষী। সেই অভিজ্ঞতাকে সামনে রেখেই রাজ্যপাল বিধানসভা ভোটে সক্রিয় থাকার বার্তা দিয়েছেন।

এদিন সকালে রাজ্যপাল কলকাতা থেকে হাওড়ায় যান নৌকায় চেপে। মধ্য হাওড়ার একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে আচমকাই পরিদর্শনে যান তিনি। পরে রাজ্যপাল বলেন, বাংলার ছাত্রছাত্রীরা আমাকে উদ্বুদ্ধ করেছে। আমাকে সাহস জোগাচ্ছে। ওরাই দেশের ভবিষ্যৎ। রাজ্যকে আমি নতুনভাবে আবিষ্কার করছি। এই জন্য আমি রাজ্যের বিভিন্ন প্রান্তের শিক্ষা প্রতিষ্ঠানগুলি পরিদর্শন করছি। স্কুলের পড়ুয়া, অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে আলাপচারিতায় মেতে ওঠেন রাজ্যপাল। 

আরও পড়ুন: নিজাম প্যালেসে সিবিআই দফতরে জিজ্ঞাসাবাদ শাহজাহানের ভাই আলমগিরকে

রাজ্জ্যপাল গঙ্গা তীরবর্তী বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। তাঁকে রাজ্যে অবাধ ও শান্তিপূর্ণ ভোটের বিষয়ে প্রশ্ন করা হলে বোস বলেন, আমি কোনও জ্যোতিষী নই, শান্তিপূর্ণ ভোটের স্বার্থে কমিশন কী করবে সেটা বলতে পারব না।  আমার কাছে অগ্রাধিকারে রয়েছে হিংসা ও দুর্নীতির শেষ দেখা। সেটাই আমি করব আমার ক্ষমতা অনুযায়ী। আমি রাস্তায় থাকব সকাল ৬টা থেকে। পঞ্চায়েত ভোটের সময়ও  বলেছিলাম, এখনও বলছি, মানুযের রক্ত নিয়ে রাজনীতির হোলিখেলা যাবে না। 

তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক রাজ্যপালকে সুকুমার রায়ের পাগলা দাশু বলে কটাক্ষ করেন। তিনি বলেন, ভোটে রাজ্যপাল রাস্তায় থাকবেন কেন, তিনি বাড়িতে থাকবেন। ভোটে কেন্দ্রীয় বাহিনী যাতে বিজেপির ভূমিকা না নেয়, রাজ্যপাল যেন সেটা নিশ্চিত করেন। 

সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, রাজ্যপাল শুধু কথাই বলেন। তিনি কাজ করে দেখান। পঞ্চায়েত ভোটের আগে মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে ভাঙড়ে সীমাহীন অশান্তি হয়েছিল। মানুষের মৃত্যু হয়েছিল। তখন রাজ্যপাল ভাঙড়ে গিয়েছিলেন। তাতে কোন কাজটা হয়েছে। 

অন্য খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular