Placeholder canvas

Placeholder canvas
HomeScrollবেঙ্গালুরুতে তীব্র জল সঙ্কট, সমস্যা চরমে
Bengaluru Water Crisis

বেঙ্গালুরুতে তীব্র জল সঙ্কট, সমস্যা চরমে

এক বালতি জল কিনতে এক হাজার টাকা খরচ করতে হচ্ছে

Follow Us :

বেঙ্গালুরু: বেঙ্গালুরুতে (Bengaluru) জলের সঙ্কট (Water Crisis) তীব্র আকার ধারণ করেছে। পরিস্থিতি এমনই যে গাড়ি ধোয়ার কাজে কোনওরকম জল ব্যবহার করা যাবে না বলে প্রশাসন নিষেধাজ্ঞা জারি করেছে। নির্মাণ কাজ, বিনোদন সংক্রান্ত কাজেও কোনও জল ব্যবহার করা যাবে না। এক বালতি জল কিনতে ১ থেকে ২ হাজার টাকা খরচ করতে হচ্ছে। জল অপচয় না করার বার্তা দিয়েছে প্রশাসন। কর্নাটক ওয়াটার সাপ্লাই বোর্ডের তরফে নিষেধাজ্ঞা অমান্য করলে ৫ হাজার টাকা জরিমানা ধার্য করা হয়েছে। বারবার নিষেধাজ্ঞা অমান্য করলে বাড়তি জরিমানা দিতে হবে। তাতেও পরিস্থিতির সুরাহা হচ্ছে না।

জানা গিয়েছে, বেঙ্গালুরুতে দৈনিক জলের চাহিদা ২৬০ কোটি টাকা থেকে ২৮০ কোটি লিটার। এখন যা পরিস্থিতি তাতে অন্তত ১৫০ কোটি লিটার জলের ঘাটতি দেখা গিয়েছে। তুমাকুরু, উত্তর কন্নড় জেলা সহ বিভিন্ন জায়গায় জলের জন্য হাহাকার। শহরের বহু নলকূপ শুকিয়ে গিয়েছে। বেসরকারি জলের ট্যাঙ্কারের মালিকদের দাম কমানোর নির্দেশ দিয়েছে সরকার। গত তিন মাস জলের সমস্যা তীব্র আকার ধারণ করেছে। পরিস্থিতি সামলাতে সরকার হেল্পলাইন নম্বরও চালু করেছে।

আরও পড়ুন: মহম্মদ শামিকে বাংলা থেকে লোকসভায় প্রার্থী করতে চায় বিজেপি

আরও খবর দেখুন

 

RELATED ARTICLES

Most Popular