Placeholder canvas

Placeholder canvas
HomeScrollনিলাম হলে শাহজাহানের বাড়ি আমি কিনব, বললেন শুভেন্দু
Suvendu Adhikari

নিলাম হলে শাহজাহানের বাড়ি আমি কিনব, বললেন শুভেন্দু

লোককে চিরকাল বোকা বানাতে পারেন মমতা, তোপ শুভেন্দুর

Follow Us :

কলকাতা: বসিরহাটের (Basirhat) বিজেপি প্রার্থী রেখা পাত্রের (Rekha Patra BJP Candidate) সমর্থনে রবিবার সন্দেশখালিতে প্রচার সারেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। ওই সভামঞ্চ থেকেই শেখ শাহজাহানের বাড়ি কেনার ইচ্ছাপ্রকাশ করেন বিরোধী দলনেতা। বর্তমানে ইডির হেফাজতে শেখ শাহজাহান (Sheikh Shahjahan)। আকুঞ্জি পাড়ায় তৃণমূল নেতার একটি বাড়ি রয়েছে। সেই বাড়ি ইডি বাজেয়াপ্ত করেছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যদি বাড়িটি নিলাম করে তবে তিনি সেই বাড়ি কিনবেন বলে জানালেন শুভেন্দু।

শুভেন্দু জানান, শাহজাহান কোনও দিনই জেল থেকে বেরতে পারবে না।ইডি, সিবিআই নিলাম করলে শেখ শাহজাহানের বাড়ি আমি কিনব। ওঁর বিরুদ্ধে একাধিক কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তদন্ত শুরু করেছে। শেখ শাহাজাহান যে অভিযুক্ত এটা সন্দেশখালির লোকেরাই বলেছে। গতকালও আমার পদযাত্রা ছিল। মা বোনেরা বলেছেন তারা নতুন করে পয়লা বৈশাখ পালন করেছেন। স্বাভাবিকভাবেই প্রমাণিত যা যা অভিযোগ তাতে শেখ শাহাজাহান যুক্ত এটা প্রমাণিত। ওঁর ভাই এবং একাধিক তৃণমূল নেতার অবস্থা শাহজাহানের মতোই হবে। শুভেন্দুকে নিশানা করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তাঁকে দাম্ভিক বলেও খোঁচা দেওয়া হয়েছে।

আরও পড়ুন:দাড়িভিট কাণ্ডে আদালতে ভার্চুয়াল হাজিরা তিন শীর্ষকর্তার

অভিষেকের কপ্টারে আয়কর হানার প্রসঙ্গে বিরোধী দলনেতা বলেন, যেদিন কমিশনের ফুল বেঞ্চ দিল্লিতে প্রেস মিট করেছিল সেদিনই তারা বলেছিল রাজনৈতিক নেতারা যে চাটার্ড ফ্লাইট বা চপার ব্যবহার করবেন সেখানে তল্লাশি করা হবে। সেই দায়িত্ব আয়কর বিভাগকে দেওয়া হয়েছিল। একবার মনে করে দেখুন। স্বাভাবিক ভাবেই দেশের আইন সবার জন্য সমান। আইন আলাদা হতে পারেনা। এখানে পিসি ও ভাইপোর জন্য আলাদা আইন হবে না। আপনারও একটা ভোট। দেশের রাষ্ট্রপতিরও একটা ভোট। তিনি ভিডিওগ্রাফি করেছেন, করতে পারেন।

পাশাপাশি জলপাইগুড়ির ঝড়ে ক্ষতিগ্রস্তদের বাড়ি তৈরিতে নির্বাচন কমিশনের বাধা নেই, জানালেন শুভেন্দু। সোমবার সকালে এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) উদ্দেশে এমনটাই লিখেছেন তিনি। তিনি বলেন, আপনি কিছু লোককে চিরকাল বোকা বানাতে পারেন। ওরা মিথ্যাবাদী। পিসি মিথ্যাবাদী। ভাইপো মিথ্যাবাদী। একটা ঝাড়ে আলাদা বাঁশ হয়না। ৯ তারিখ অনুমতি পেয়ে গেছে। ১২ তারিখ হাওয়া গরম করছে যে অনুমতি দেওয়া হয়নি। পিসি ভাইপো দুজন মিলে বাজার গরম করছে। আমাকে নবান্ন থেকে লোক কাল এটা পাঠিয়ে দিয়েছে। আমি ট্যুইট করে দিয়েছি। সব অফিসাররা এখনও পিসি ভাইপোর পে রোলে যায়নি। এখনও মেরুদন্ড অনেকের সোজা আছে।

অন্য খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular