Placeholder canvas
HomeScrollবাড়ি থেকে পেটানো হবে, মন্তব্য মন্ত্রী উদয়ন গুহের

বাড়ি থেকে পেটানো হবে, মন্তব্য মন্ত্রী উদয়ন গুহের

দলীয় কর্মীদের মনোবল চাঙ্গা করতে এমন বিস্ফোরক মন্তব্য

Follow Us :

কোচবিহার: আজকের মিছিলে তৃণমূল কংগ্রেসের (TMC) যে সমস্ত দলীয় কর্মীরা হেঁটেছে তাদের গায়ে যদি একটা আঁচড়ও পরে তাহলে যাঁরাা গায়ে হাত দেবে তাঁদের বাড়ি থেকে বের করে এনে পেটানো হবে। দিনহাটার (Dinhata) ভেটাগুড়িতে ১০০ দিনের বকেয়া টাকার দাবিতে তৃণমূলের দলীয় কর্মসূচি পদযাত্রায় হাঁটতে এসে এমনটাই  মন্তব্য করলেন উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের মন্ত্রী উদয়ন গুহ (Udayan Guha)।

এদিন সাংবাদিকদের সামনে প্রতিক্রিয়া দিতে গিয়ে উদয়ন জানান, ভেটাগুরিতে যে সমস্ত তৃণমূল কংগ্রেসের কর্মীরা আজকের এই পদযাত্রায় হেঁটেছে তাদের মুখ চিনে রাখুন। পরবর্তীতে যদি তাদের গায়ে কোনওরকম আঁচড় পড়লে তাঁদেরকে বাড়ি থেকে বের করে নিয়ে এসে পেটানো হবে।

আরও পড়ুন: সদ্যোজাত মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা

প্রসঙ্গত কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের গড় বলে পরিচিত দিনহাটার ভেটাগুড়িতে যে দুইটি গ্রাম পঞ্চায়েত রয়েছে সেই দুইটি গ্রাম পঞ্চায়েতের দখল নিয়েছে বিজেপি। আর তারপরেই সেখানে কার্যত কোনঠাসা রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন দলীয় কর্মীদের মনোবল চাঙ্গা করতে এসে মন্ত্রী উদয়ন গুহ এমন বিস্ফোরক মন্তব্য করলেন।

আরও খবর পড়ুন 

Farmers News | গ্রামীন গরিবি ও জুমলা-রহস্য

RELATED ARTICLES

Most Popular

Recent Comments