Placeholder canvas

Placeholder canvas
HomeScrollঅবিস্মরণীয়! ভারত-আফগানিস্তান ম্যাচে ভাঙল যে পাঁচ রেকর্ড

অবিস্মরণীয়! ভারত-আফগানিস্তান ম্যাচে ভাঙল যে পাঁচ রেকর্ড

Follow Us :

বেঙ্গালুরু: বুধবার এক অবিস্মরণীয় ক্রিকেট ম্যাচের সাক্ষী হয়েছে চিন্নাস্বামী স্টেডিয়ামের (Chinnaswamy Stadium) দর্শক এবং টিভি-ফোনে চোখ রাখা কোটি কোটি দর্শক। প্রথম ব্যাট করতে নেমে ২২ রানে চার উইকেট পড়ে গিয়েছিল ভারতের। বিরাট কোহলি (Virat Kohli) শূন্য রানে আউট। সেখান থেকে রোহিত শর্মা (Rohit Sharma) আর রিঙ্কু সিংয়ের (Rinku Singh) দুরন্ত ব্যাটিংয়ে ২১২ করে ভারত। আফগানিস্তান ম্যাচ টাই করে দেয় ফলে সুপার ওভার (Super Over) হয়। সুপার ওভারও টাই হওয়ায় ফের সুপার ওভার হয়। এবার ভারত ম্যাচ জিতে নেয়। এরকম ঘটনাবহুল ম্যাচে রেকর্ড তো হবেই। আসুন দেখে নেওয়া যাক বুধবার কী কী রেকর্ড হল।

১) বেঙ্গালুরুতে ভারত-আফগানিস্তানের খেলার দিনেই নিউজিল্যান্ডের ডুনেডুনে নিউজিল্যান্ড বনাম পাকিস্তান ম্যাচ চলছিল। এখানে রোহিত ৬২ বলে অপরাজিত ১২১ করেন, ওদিকে কিউয়ি ব্যাটার ফিন অ্যালেন (Fin Allen) করেন ৫৮ বলে ১৩৭। একই দিনে দুটি আলাদা আন্তর্জাতিক টি২০ ম্যাচে শতরানের ঘটনা এই প্রথম।

আরও পড়ুন: অপরাজিত ১২১, কোহলিকে টপকে জোড়া রেকর্ড ‘হিটম্যান’ রোহিতের

২) রান তাড়া করতে নেমে আফগানিস্তান যে ২১২ করে ফেলে তার বেশ খানিকটা কৃতিত্ব মহম্মদ নবির (Mohammad Nabi)। ১৬ বলে ৩৪ রানের ছোট কিন্তু বিস্ফোরক ইনিংস খেলেন তিনি। তার মধ্যে ছিল দুটি চার এবং তিনটি ছয়। আর এই ছয়ের সাহায্যে প্রথম আফগান হিসেবে আন্তর্জাতিক টি২০তে ১০০টি ছয় মারলেন নবি।

 

৩) ২২ রানে ৪ উইকেট পড়ে গিয়েছিল ভারতের। সেখান থেকে দলকে উদ্ধার করে রোহিত-রিঙ্কু জুটি। শুরুর দিকে ধরে খেলছিলেন তাঁরা, ক্রমশ আক্রমণাত্মক হয়েছে। তবে সবথেকে আক্রমণাত্মক ব্যাটিং তাঁরা করেছেন শেষ দুই ওভারে। প্রথম তিন ওভারে মাত্র ১১ রান দেওয়া আজমতুল্লাহ ওমরজাই ১৯তম ওভার বল করতে আসেন। রোহিত-রিঙ্কুর দাপটে সেই ওভারে আসে ২২ রান। করিম জানাতের করা শেষ ওভারে আরও তাণ্ডব হয়। একটা নো বল সহ প্রথম তিন বলে ১৮ করেন রোহিত। শেষ দিন বলে তিনটি ছয় মেরে দেন রিঙ্কু। ২০তম ওভারে আসে ৩৬ রান। অর্থাৎ শেষ দুই ওভারে ওঠে ৫৮ রান যা সর্বকালীন রেকর্ড।

 

৪) প্রথম দুই ম্যাচে শূন্য রানে আউট হওয়ার আক্ষেপ সুদে-আসলে পুষিয়ে নিয়েছেন অধিনায়ক। আন্তর্জাতিক টি২০তে এটা তাঁর পঞ্চম শতরান। ৩৭ বছর ২৬২ দিন বয়সে তাঁর এই ইনিংস প্রবীণতম ভারতীয় হিসেবে করা আন্তর্জাতিক টি২০ সেঞ্চুরি। এর আগে এই রেকর্ড ছিল কোহলির দখলে। আফগানিস্তানের বিরুদ্ধেই ৩৩ বছর ৩০৭ দিন বয়সে অপরাজিত ১২২ করেছিলেন তিনি।

৫) যে অবস্থা থেকে যে অবস্থায় ভারতকে নিয়ে গিয়েছে রিঙ্কু-রোহিতের জুটি, তার জন্য কোনও প্রশংসাই যথেষ্ট নয়। পঞ্চম উইকেটে ৯৩ বলে অপরাজিত ১৯০ রানের পার্টনারশিপ ভেঙে দিয়েছে সব রেকর্ড। পঞ্চম উইকেটে এটা এখন শুধু ভারত নয়, বিশ্বের সবথেকে বেশি রানের জুটি। ভারতের হয়ে যে কোনও উইকেটে এটাই সেরা পার্টনারশিপ।

দেখুন অন্য খবর:

RELATED ARTICLES

Most Popular