বিশাখাপত্তনম: দিনের একদম শেষে ধারাভাষ্যকার তথা ভারতের প্রাক্তন হেড কোচ রবি শাস্ত্রী (Ravi Shastri) মোক্ষম পয়েন্টটা তুলে ধরলেন। তিনি বললেন, “এই পিচে প্রথমে ব্যাট করে ৫০০-র কাছাকাছি রান করা উচিত। সেই কারণেই ভারত হতাশ হবে।” শাস্ত্রীয় মতে কোনও ভুল নেই। দিনের শেষে স্কোরবোর্ডে ভারতের রান ৩৩৬ কিন্তু পড়ে গিয়েছে ছয় উইকেট। যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) একদিকে টিকে আছেন, অন্য দিকে রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। অশ্বিন আউট হওয়া মানেই ব্যাটিংয়ের লেজ বেরিয়ে পড়বে। ফলে ৪০০ হবে কি না সেটাই প্রশ্ন।
আরও পড়ুন: যশস্বী জয়সওয়ালের অনবদ্য সেঞ্চুরি, বড় রানের পথে ভারত
ভারতের ৩৩৬ রানের মধ্যে জয়সওয়াল একাই করলেন অপরাজিত ১৭৯। আগামিকাল টেস্ট কেরিয়ারের প্রথম দ্বিশতরান করার সুযোগ রয়েছে। বাঁ হাতি ওপেনারের এই ইনিংসের সবথেকে শিক্ষণীয় বিষয় হল, ডিফেন্স করার বল ডিফেন্স করেছেন, মারার বল মাঠ পার করেছেন। ১৭টি চার এবং পাঁচটি ছয় মেরেছেন জয়সওয়াল।
Stumps on Day 1 of the 2nd Test.
Yashasvi Jaiswal batting beautifully on 179*
Scorecard – https://t.co/X85JZGt0EV #INDvENG @IDFCFIRSTBank pic.twitter.com/XlRqDI8Sgt
— BCCI (@BCCI) February 2, 2024
ভারতের বাকি ব্যাটাররা এলেন, সেট হলেন এবং লুজ শট খেলে প্যাভিলিয়নে ফিরলেন। শুভমান গিলকে (Shubman Gill) ফাঁদে ফেলে আউট করলেন অ্যান্ডারসন। অক্ষর প্যাটেল (Axar Patel) এবং কে এস ভরত অতি সাধারণ ডেলিভারিতে কাট করতে গিয়ে ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ তুললেন। একমাত্র অভিষেককারী রজত পতিদারের আউটটা দুর্ভাগ্যজনক। রেহান আহমেদের বল ফরোয়ার্ড ডিফেন্স করলেও তা গড়িয়ে গিয়ে স্টাম্পে লেগে যায়।
আগামিকালের প্রথম সেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। জয়সওয়াল-অশ্বিন জুটি যদি রান ৪০০ পার করে দেন তাহলে ভারতের অ্যাডভান্টেজ। আর শুরুতেই যদি উইকেট পড়ে যায়, ইংল্যান্ডের লাভ। কারণ দ্বিতীয় দিনেও এই উইকেট ব্যাটিংয়ের পক্ষে যথেষ্ট ভালো থাকবে। স্পিনাররা ভয়ঙ্কর হয়ে উঠবেন তৃতীয় দিন থেকে।
দেখুন অন্য খবর: