Placeholder canvas

Placeholder canvas
HomeScrollকেপটাউনে ভারতের রেকর্ড জানলে চোখ কপালে উঠবে   

কেপটাউনে ভারতের রেকর্ড জানলে চোখ কপালে উঠবে   

ভারতের লক্ষ্য একটাই, এই টেস্ট জিতে সিরিজ ড্র করে সম্মান বাঁচানো

Follow Us :

কেপটাউন: দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে দুই টেস্টের সিরিজ শুরু হওয়ার আগে বেশিরভাগ বিশেষজ্ঞ ভারতকে এগিয়ে রেখেছিলেন। কিন্তু সেঞ্চুরিয়নে প্রথম টেস্টে এক ইনিংস ও ৩২ রানের বিশাল ব্যবধানে হেরেছেন রোহিত শর্মারা (Rohit Sharma)। বুধবার কেপটাউনের (Cape Town) নিউল্যান্ডস মাঠে দ্বিতীয় টেস্ট শুরু। ভারতের লক্ষ্য একটাই, এই টেস্ট জিতে সিরিজ ড্র করে সম্মান বাঁচানো। কিন্তু এই মাঠে ভারতের রেকর্ড কিন্তু একেবারেই আশাপ্রদ নয়।

নিউল্যান্ডসের মাঠে ভারত ছ’টি টেস্ট খেলেছে কিন্তু জিততে পারেনি একটাতেও। চারটে হার এবং ড্র দু’টি। ২০২২ সালে এই মাঠে খেলা শেষ টেস্ট সাত উইকেটে হেরেছিল টিম ইন্ডিয়া। এই লজ্জাজনক ইতিহাসকেও মুছে ফেলার তাগিদ থাকবে বিরাট কোহলিদের (Virat Kohli)।

আরও পড়ুন: আরসিবির বোলিং কেমন? চাহাল বললেন ‘মোয়ে মোয়ে’!

 

সেঞ্চুরিয়ন টেস্টে বলার মতো পারফরম্যান্স করেছিলেন কে এল রাহুল (KL Rahul), বিরাট কোহলি এবং জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। প্রথম ইনিংসে অনবদ্য শতরান করেন রাহুল, তৃতীয় ইনিংসে কোহলি করেন লড়াকু ৭৬। বুমরা পাঁচ উইকেট নেন, কিন্তু তাঁকে কেউ ঠিকমতো সঙ্গ দিতে পারেননি। মহম্মদ শামির (Mohammad Shami) অভাব বড্ড প্রকট হয়ে পড়েছিল। মহম্মদ সিরাজ, শার্দূল ঠাকুর এবং প্রসিদ্ধ কৃষ্ণের পারফরম্যান্স ভালো হয়নি।

ব্যাটিং লাইন আপে কোনও পরিবর্তন হবে না। তবে বোলিংয়ে শার্দূল ও প্রসিদ্ধের জায়গায় মুকেশ কুমার আর আভেশ খান সুযোগ পান কি না সেটাই বড় প্রশ্ন। বাংলার পেসার মুকেশ টি২০ এবং ওয়ান ডে-তে অভিষেক করে ফেললেও টেস্ট ক্যাপ এখনও পাননি। রবীন্দ্র জাদেজা যদি সুস্থ হয়ে যান তবে রবিচন্দ্রন অশ্বিনের জায়গায় তিনিই সুযোগ পাবেন।

 

RELATED ARTICLES

Most Popular