Placeholder canvas

Placeholder canvas
HomeIPL 2024রিঙ্কু সিং বাঁ-হাতি ধোনি, বলছেন অশ্বিন
Rinku Singh

রিঙ্কু সিং বাঁ-হাতি ধোনি, বলছেন অশ্বিন

ফ্যান ফলোয়িংয়েও এখন কেকেআরের সেরা রিঙ্কুই

Follow Us :

কলকাতা: ২০২৪ আইপিলের (IPL 2024) দামামা বেজে গিয়েছে। নিজের নিজের ঘরের মাঠে অনুশীলন শুরু করে দিয়েছে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি। মেন্টর গৌতম গম্ভীরের (Gautam Gambhir) অধীনে প্রস্তুতি শুরু করেছে কলকাতা নাইট রাইডার্সও (KKR)। দলে মিচেল স্টার্ক (Mitchell Starc), শ্রেয়স আইয়ার, আন্দ্রে রাসেলের (Andre Russell) মতো তারকা আছেন, তবু সুপারস্টার সেই রিঙ্কু সিং (Rinku Singh)। গত বছরের আইপিএলে স্বপ্নের উত্থান ঘটেছে তাঁর। ফ্যান ফলোয়িংয়েও এখন কেকেআরের সেরা রিঙ্কুই।

কেকেআর তো বটেই, এমনকী সাদা বলের ক্রিকেটে ভারত নতুন ‘ফিনিশার’ পেয়ে গিয়েছে বলে মনে করা হচ্ছে। বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ফিনিশার মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) সঙ্গেও তুলনা হচ্ছে রিঙ্কুর। আর এই তুলনা যখন রবিচন্দ্রন অশ্বিনের (Ravichandran Ashwin) মতো অভিজ্ঞ ক্রিকেটার করেন তখন তার গুরুত্বই আলাদা। অশ্বিন বলে দিয়েছেন, রিঙ্কু হল বাঁ-হাতি ধোনি।

আরও পড়ুন: ছোটদের ডার্বিতে ইস্টবেঙ্গলকে ৫ গোল দিল মোহনবাগান

অশ্বিন তাঁর ইউটিউব চ্যানেলে বলেন, “প্রথমত ওর গত আইপিএল থেকে এই আইপিএল পর্যন্ত বিবর্তন। রিঙ্কু গত বছরও অসাধারণ ছিল। এ বছর তার সঙ্গে যোগ হয়েছে ভারতের হয়ে খেলার আত্মবিশ্বাস। এই মুহূর্তে ওর চিন্তাধারা হল, আমি এখানে দাঁড়িয়ে, যেভাবে পারো বল করো। কে কাকে হারাতে পারে সে লড়াই শেষ বল পর্যন্ত চলবে। ও এখন বাঁ-হাতি ধোনি হয়ে উঠেছে, যেমন চন্দ্রমুখীর ক্লাইম্যাক্সে গঙ্গা চন্দ্রমুখী হয়ে ওঠে।”

গত বছর চোটের কারণে আইপিএল খেলতে পারেননি কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। এবার খেলবেন বলে আশা করা যায়। শ্রেয়সকে নিয়ে অশ্বিন বলেন, “ও ধরে খেলতে পারে, স্পিন খুবই ভালো খেলে। স্পিনারদের মারতে পারে। অধিনায়ক হিসেবে একজন সলিড ভারতীয় ব্যাটার দলে ফিরছে।”

দেখুন অন্য খবর:

RELATED ARTICLES

Most Popular