Placeholder canvas

Placeholder canvas
Homeকলকাতাএসএসসি দুর্নীতি, শান্তিপ্রসাদ-অশোকের ১৪ দিনের জেল হেফাজত

এসএসসি দুর্নীতি, শান্তিপ্রসাদ-অশোকের ১৪ দিনের জেল হেফাজত

Follow Us :

কলকাতা: এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা এবং অশোক সাহার ১৪ দিনের জেল হেফাজত। নির্দেশ দিল সিবিআইয়ের বিশেষ আদালত।  সিবিআই সূত্রের খবর, এই দুজনকে জেরা করে বেশ কিছু নাম পাওয়া গিয়েছে।

শান্তিপ্রসাদ সিনহাকে মাথায় বসিয়ে ২০১৯ সালে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করার জন্য পাঁচ সদস্যের এক কমিটি গঠন করেন। নিয়োগ দুর্নীতি মামলায় বারবরই কলকাতা হাই কোর্টে উঠে আসে শান্তিপ্রসাদের নাম। হাই কোর্ট বলে, এই পাঁচ সদস্যের কমিটি সম্পূর্ণ বেআইনিভাবে করা হয়েছিল। শুধু তাই নয়, এই কমিটিই সমস্ত দুর্নীতির মূলে।

তারও আগে হাইকোর্ট নিযুক্ত অবসরপ্রাপ্ত বিচারপতি রণজিত বাগের নেতৃত্বাধীন তদন্ত কমিটির রিপোর্টেও ওই উপদেষ্টা কমিটির কীর্তিকলাপ সম্পর্কে প্রশ্ন তোলা হয়েছিল। বলা হয়েছিল, শান্তিপ্রসাদই দুর্নীতির মূলে। শান্তিপ্রসাদ-সহ কমিশন এবং মধ্য শিক্ষা পর্ষদের কয়েকজন কর্তার বিরুদ্ধে ফৌজদারি মামলা করারও সুপারিশ করা হয়। আদালতেও তাঁকে ডাকা হয়েছিল। আদালতের নির্দেশে সিবিআই শান্তিপ্রসাদ এবং অশোককে জিজ্ঞাসাবাদ করে বেশ কয়েকবার। তাঁদের বাড়িতে তল্লাশিও চালানো হয়। অভিযান চলে স্কুল সার্ভিস কমিশনের অফিসেও।

RELATED ARTICLES

Most Popular