Placeholder canvas

Placeholder canvas
Homeরাজ্যরাজ্যের তালিকা থেকেই উপাচার্য নিয়োগের সুপ্রিম নির্দেশ
Supreme Court

রাজ্যের তালিকা থেকেই উপাচার্য নিয়োগের সুপ্রিম নির্দেশ

রাজ্যের তালিকা থেকেই ছ’জনকে উপাচার্য পদে নিয়োগ করতে হবে রাজ্যপালকে, জানাল শীর্ষ আদালত

Follow Us :

কলকাতা: উপাচার্য নিয়োগ নিয়ে দীর্ঘদিন ধরে রাজভবন বনাম নবান্নের বিবাদ চলছে। মঙ্গলবার সুপ্রিম কোর্ট (Supreme Court) পশ্চিমবঙ্গের রাজ্যপাল তথা বিশ্ববিদ্যালয়গুলির আচার্য সি ভি আনন্দ বোস (C. V. Ananda Bose)-কে জানিয়ে দিল রাজ্যের দেওয়া তালিকা থেকেই উপাচার্য নিয়োগ করতে হবে। শীর্ষ আদালত জানিয়েছে, রাজ্যের দেওয়া তালিকা থেকেই রাজ্যপালকে ছ’জন যোগ্য ব্যক্তিকে উপাচার্য হিসেবে নিয়োগ করতে হবে। শীর্ষ আদালতের এই রায়কে স্বাগত জানিয়েছেন রাজ্যপাল বোস।

আরও পড়ুন: কারার ওই লৌহকপাট, ভেঙে ফেল কর রে লোপাট (পর্ব ৪৪)

সুপ্রিম কোর্টে রাজ্যপালের হয়ে কেন্দ্রের অ্যাটর্নি জেনারেল আর বেঙ্কটরমণি জানান, রাজ্যপাল ইতিমধ্যেই ছ’টি নামে অনুমোদন দিয়েছেন। বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি কে ভি বিশ্বনাথনের বেঞ্চ এই ছ’জনকে আগামী এক সপ্তাহের মধ্যে নিয়োগের নির্দেশ দিয়েছে। একই সঙ্গে রাজ্য সরকারের অধীন ৩১টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাকি বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগের জন্য সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে রাজ্যপালের কাছে বাছাই করা কিছু নামের তালিকা পাঠাতে বলেছে। সুপ্রিম কোর্টের বিচারপতিরা আশাপ্রকাশ করেছেন, রাজ্য সরকারের দেওয়া নতুন তালিকা থেকে রাজ্যপাল আরও কয়েকজনকে উপাচার্য নিয়োগ করতে পারবেন। যে সব বিশ্ববিদ্যালয় বাকি থাকবে, সেগুলির জন্য সুপ্রিম কোর্ট একটি সার্চ কমিটি গড়তে পারে বলেই জানা যাচ্ছে। মামলার পরবর্তী শুনানি আগামী ৩০ এপ্রিল।

আরও পড়ুন: রাজ্যের ১৪টি জেলায় ৪০-এর গণ্ডি ছাড়াল তাপমাত্রা

উল্লেখ্য, গত সপ্তাহেই আচার্য সি ভি আনন্দ বোসের বিরুদ্ধে আইনের বাইরে গিয়ে, একক ভাবে রাজ্যের চার বিশ্ববিদ্যালয়ে অন্তর্বর্তী উপাচার্য নিয়োগের অভিযোগ তুলেছিল রাজ্য সরকার। মঙ্গলবার রাজভবনের পক্ষ থেকে বিবৃতিতে জানানো হয়েছে, রাজ্য সরকার ৩১টি বিশ্ববিদ্যালয়ে অন্তর্বর্তী উপাচার্য নিয়োগের জন্য ৩১ জনের নাম দিয়েছিল। রাজ্যপাল তার মধ্যে থেকে উপাচার্যের পদ খালি থাকা বিশ্ববিদ্যালয়গুলির জন্য চার জনের নাম বেছে নেন। সুপ্রিম কোর্ট তাতে সিলমোহর দিয়েছে। একইসঙ্গে রাজ্য সরকার নয়, আচার্যই নিয়োগকর্তা, এটাও স্পষ্ট করেছে সুপ্রিম কোর্ট।

আরও খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular