Placeholder canvas

Placeholder canvas
Homeজেলার খবরTMC-BJP Clash | মণ্ডল সভাপতি সহ বিজেপি কর্মীদের মারধর, অভিযোগ অস্বীকার...

TMC-BJP Clash | মণ্ডল সভাপতি সহ বিজেপি কর্মীদের মারধর, অভিযোগ অস্বীকার তৃণমূলের

Follow Us :

বাঁকুড়া: মণ্ডল সভাপতি সহ বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ উঠল তৃণমূলের (TMC) বিরুদ্ধে। বৃহঃস্পতিবার ঘটনাটি ঘটেছে, বাঁকুড়ার (Bankura) ইন্দাস থানার রোল এলাকায়। দলীয় পতাকা টাঙানোকে কেন্দ্র করে বিজেপির (BJP) নেতা কর্মীদের উপর  তৃণমূল এই হামলা চালিয়েছে বলেই অভিযোগ তুলেছে বিজেপি (BJP)। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূলের।

আক্রান্ত বিজেপি মণ্ডল সভাপতি শোভনদেব নন্দীর দাবি, বৃহস্পতিবার ইন্দাস থানার রোল এলাকায় এক বিজেপি কর্মী দলীয় পতাকা লাগাচ্ছিলেন। সেই সময় কয়েকজন স্থানীয় তৃণমূলের কর্মী তাঁর উপর চড়াও হয়ে মারধর করে বলে অভিযোগ। সেই খবর পেয়ে এলাকায় যান ইন্দাস ব্লক বিজেপি মণ্ডল ১ সভাপতি শোভনদেব নন্দী সহ বেশ কয়েকজন বিজেপি কর্মী। এরপর তাঁদের উপরও চড়াও হয় স্থানীয় তৃণমূলের কর্মীরা। বেধড়ক মারধর করার পাশাপাশি তাঁদের বাইকও ভাঙচুর করা হয় বলেও দাবি করেছে বিজেপি।  বিজেপির এই অভিযোগকে অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব। এই ঘটনায় বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের দিকে অভিযোগের আঙুল তুলেছে তৃণমূল। 

আরও পড়ুন: Corona Updates | ১১ হাজার ছাড়াল দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা, মৃত ২৯

বিজেপির দাবি, ওন্দায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উস্কানিমূলক বক্তব্যের পরই বিজেপি কর্মীদের উপর আক্রমণ চালানো শুরু করেছে তৃণমূল। এলাকায় বিজেপি করা চলবে না একা তৃণমূল রাজ করবে তাই বিরোধীদের উপর এই হামলা বলেই দাবি জেলা বিজেপির। এই ঘটনায় থানায় অভিযোগ জানানো হয়েছে অভিযুক্তদের গ্রেফতারের দাবি তুলেছে জেলা বিজেপি নেতৃত্ব। 

RELATED ARTICLES

Most Popular