Placeholder canvas

Placeholder canvas
HomeখেলাLionel Messi | মেসির মুকুটে নয়া পালক! পেলে-মারাদোনার পাশে বসল বিশ্বজয়ীর মূর্তি

Lionel Messi | মেসির মুকুটে নয়া পালক! পেলে-মারাদোনার পাশে বসল বিশ্বজয়ীর মূর্তি

Follow Us :

লুকে: বিশ্বকাপ জয়ের আমেজ এখনও কাটিয়ে উঠতে পারেনি আর্জেন্টিনার মানুষ। ১০০ দিন পরেও অধিনায়ক লিওনেল মেসিকে কেন্দ্র করে উৎসব চলছে সেই দেশে। আপাতত ক্লাব ফুটবল কিছুদিনের জন্য বন্ধ রয়েছে, কারণ আন্তর্জাতিক ম্যাচ চলছে। মেসি সহ আর্জেন্টিনার অন্যান্য খেলোয়াড়রা সেই সূত্রেই দেশে ফিরেছেন। এবার মেসির মুকুটে যোগ হল নয়া পালক। কিংবদন্তি পেলে, মারাদোনার পাশে জায়গা করে নিলেন লিও।

এতদিন ধরে লাতিন আমেরিকার ফুটবল ফেডারেশনের মিউজিয়ামে পেলে (Pele), দিয়েগো মারাদোনার (Diego Maradona) মূর্তি ছিল। দুই সেরার পাশে এবার জায়াগা পেল বিশ্বকাপজয়ী লিওনেল মেসির (Lionel Messi) মূর্তি। মঙ্গলবার সেই মূর্তির সঙ্গেই ছবি পোস্ট করলেন আর্জেন্টাইন মহাতারকা। পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, আমরা দারুণ সময় কাটাচ্ছি। প্রচুর ভালোবাসা পাচ্ছি এখানে। সঠিক সময়ে দক্ষিণ আমেরিকার কোনও দেশ বিশ্বকাপ জিতেছে। বহুদিন ধরে এই ট্রফিটা আমাদের থেকে দূরে ছিল।

আরও পড়ুন: IPL 2023 | Kolkata Knight Riders | টিম কেকেআর নিয়ে আত্মবিশ্বাসী অধিনায়ক নীতীশ রানা 

মেসির পাশাপাশি বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনিকেও বিশ্বকাপ ও কোপা আমেরিকার রেপ্লিকা উপহার দেওয়া হয় এদিন। ৩৬ বছর পর মেসির নেতৃত্বে তৃতীয় বিশ্বকাপ এসেছে আর্জেন্টিনার ঝুলিতে। ১৯৮৬ সালে মারাদোনার হাত ধরে শেষবারের জন্য বিশ্বকাপ পেয়েছিল তারা। এরপর বহু চেষ্টা করেও সাফল্য আসেনি। মারাদোনা চেয়েছিলেন,  মেসির হাতেই উঠুক বিশ্বকাপের ট্রফি। তবে ২০১৪ সালে বিশ্বকাপ ফাইনালে আশাভঙ্গ হয় মেসি বাহিনীর। জার্মানির বিরুদ্ধে ১-০ গোলে হারতে হয়েছিল তাদের। সে দিন গোল্ডেন বল পেলেও অধিনায়কের চোখে জল দেখা গিয়েছিল। এরপর ২০১৫ ও ২০১৬ কোপা আমেরিকার ফাইনাল থেকেও খালি হাতে ফিরে আসতে হয় আর্জেন্টিনাকে।

দেশের জার্সি গায়ে মেসির ট্রফি না জেতার খরা কাটে ২০২১ সালের কোপা আমেরিকার ফাইনালে। পাঁচবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে ট্রফি জেতে মেসির স্কোয়াড। আর কাতারে ২০২২ সালে বিশ্বকাপ জয়ের স্বপ্নপূরণ করেন মেসি, ডি মারিয়ারা। ট্রাইব্রেকারে ফ্রান্সের মতো কঠিন প্রতিপক্ষকে হারিয়ে বিশ্বসেরা হন তাঁরা।

পানামার সঙ্গে ফ্রেন্ডলি ম্যাচ জেতার পর এবার কুরাকাওয়ের বিরুদ্ধে ফ্রেন্ডলি ম্যাচে নামতে চলেছে আর্জেন্টিনা। দেশের জার্সি পরে ৯৯টি গোল রয়েছে মেসির ঝুলিতে। যদি পরের ম্যাচেই আর একটা গোল করতে পারেন, তবে প্রথম আর্জেন্টিনিয়ান ফুটবলার হিসেবে ১০০ গোলের রেকর্ড গড়বেন লিও। তাঁকে আগাম শুভেচ্ছা।

RELATED ARTICLES

Most Popular