Placeholder canvas

Placeholder canvas
Homeজেলার খবরParth Pratim Roy | সিবিআই নিরপেক্ষ তদন্ত করলে মুখ পুড়বে বিজেপিরই, দাবি...

Parth Pratim Roy | সিবিআই নিরপেক্ষ তদন্ত করলে মুখ পুড়বে বিজেপিরই, দাবি জেলা তৃণমূলের

Follow Us :

কোচবিহার: সিবিআই (CBI) যদি নিরপেক্ষ তদন্ত করে তাহলে বিজেপির মুখোশ খুলে যাবে। মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের (Nishit Pramanik) কনভয়ে হামলার ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশের পর এমনই মন্তব্য করলেন তৃণমূলের রাজ্যের মুখপাত্র পার্থপ্রতিম রায় (Partha Pratim Roy)।

গত ২৪ ফেব্রুয়ারি দিনহাটার (Dinhata) বুড়ির হাটে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার ঘটনা ঘটে। সেই মামলায় এদিন হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। সেই প্রসঙ্গে নিজের বাডির অফিসে রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র পার্থপ্রতিম রায় বলেন, সিবিআই যদি নিরপেক্ষ তদন্ত করে তাহলে বিজেপির মুখোশ খুলে যাবে। 

আরও পড়ুন: Purba Burdwan | রাস্তা কোথায়, অভিমানে তৃণমূল অফিস থেকে সরল নেত্রীর ছবি, পতাকা

সিবিআই নিরপেক্ষ তদন্তের বিষয়ে সন্দেহ প্রকাশ করে পার্থপ্রতিম রায় আরও বলেন, বর্তমানে সিবিআইয়ের নিরপেক্ষতা নিয়ে বাংলা সহ গোটা ভারতবর্ষে সন্দেহের বাতাবরন তৈরি হয়েছে। আমরা দেখেছি বিরোধী দলের বিভিন্ন নেতা নেত্রীদের বেছে বেছে টার্গেট করে হেনস্থা করছে সারাদেশে। বিশেষ করে যে সকল বিরোধী দল শক্তিশালী তাদের ক্ষেত্রে বেশি করে এমন ঘটনা দেখা যাচ্ছে। সিবিআইয়ের নিরপেক্ষতা নিয়ে আজ নয় এর আগেও বহুবার প্রশ্ন উঠেছে। তাদের পূর্বের তদন্ত প্রক্রিয়া, গতিবিধি যদি আমরা লক্ষ্য করি তাহলে চোখে পড়বে কোথাও কোথাও একেবারেই নিরপেক্ষ নয় সিবিআই।

দিনহাটার বুড়িরহাট কাণ্ড প্রসঙ্গে পার্থপ্রতিম রায় এদিন আরও বলেন, সেদিন সংবাদমাধ্যমের বহু প্রতিনিধি নিশীথ প্রামাণিকের কনভয়ের পিছনে ছিল এবং ঘটনার সময়েও ছিল। কিন্তু কোনও সাংবাদিকের ফুটেজে নিশীথ প্রামাণিকের গাড়িতে হামলা করার চিত্র ধরা পড়েনি। এছাড়া আমরা কোনওভাবে কোনও প্রমাণ পাইনি যে সেখানে তাঁর গাড়িতে হামলা হয়েছে। নিশীথের গাড়িতে দলের কোনও কর্মী আক্রমন করেননি। তদন্ত করলে বিষয়গুলি আরও স্পষ্ট হয়ে উঠে আসবে। যদি সিবিআই নিরপেক্ষ তদন্ত করে তাহলে বিজেপির মুখোশ খুলে যাবে। কিন্তু সিবিআই-এর নিরপেক্ষতা নিয়ে গোটা দেশের জনমানুষে সন্দেহ তৈরি হয়েছে।

প্রসঙ্গত, গত ২৫ ফেব্রুয়ারি দিনহাটার বুড়ির হাটেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলা হয়। ওই দিন ওই এলাকায় মন্ত্রীর পূর্বনির্ধারিত কর্মসূচি ছিল।তিনি জনসংযোগ সারতে বেরয়েছিলেন। স্থানীয় সূত্রের খবর, অদূরেই তৃণমূলেরও পাল্টা কর্মসূচি ছিল। অভিযোগ, তৃণমূলের ওই কর্মসূচি থেকেই লোকজন কেন্দ্রীয় মন্ত্রীর কনভয়ে হামলা করে। তাঁর গাড়িতে ভাংচুর চালানো হয়। এমনকি বোমা-গুলিও চলে বলে মন্ত্রীর অভিযোগ। পরে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, আমার প্রাণনাশের চেষ্টা হয়েছিল। একজন কেন্দ্রীয় মন্ত্রীর যদি কোনও নিরাপত্তা না থাকে তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা থাকবে কী করে। তাঁর আরও অভিযোগ, তাঁর কর্মসূচির কথা আগাম জানানো থাকলেও জেলা পুলিশ ওইদিন নিষ্ক্রিয় ছিল। 

কেন্দ্রীয় মন্ত্রীর উপর হামলার ঘটনাকে ভালো ভাবে নেয়নি রাজভবন। ঘটনার পরের দিনই রাজভবন থেকে প্রচারিত পরে বিবৃতিতে তার কড়া নিন্দা করা হয়। বলা হয়, এরকম ঘটলে রাজ্যপাল হাত গুটিয়ে বসে থাকবেন না। কেন্দ্রীয় মন্ত্রীর উপর হামলাকারীদের বিরুদ্ধে রাজ্য সরকার কী ব্যবস্থা নিয়েছে তাও নবান্নকে দ্রুত জানাতে বলা হয়। শুধু তাই নয়, রাজ্যের মুখ্য সচিব এনং স্বরাষ্ট্র সচিবকেও রাজভবনে ডেকে বিস্তারিত জানতে চান রাজ্যপাল সিভি আনন্দ বোস। ঘটনার পর পরই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গোটা ঘটনা জানিয়ে চিঠি দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। শুভেন্দু কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলাও করেন। সেই মামলাতেই মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রীর কনভয়ে হামলার ব্যাপারে সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।   

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Modi-Mamata | ফের মোদি-মমতা একই দিনে একই জেলায়, রবিবার সভা থেকে কী বার্তা দেবেন দুই নেতা-নেত্রী
01:37
Video thumbnail
Rekha Sharma | ‘পদের অপব্যবহার’ জাতীয় মহিলা কমিশনের প্রধানের! সন্দেশখালিকাণ্ডে রেখার বিরুদ্ধে তৃণমূল
04:53
Video thumbnail
Rekha Sharma | 'পক্ষপাতিত্ব দুর্ভাগ্যজনক', রেখা শর্মার বিরুদ্ধে নির্বাচন কমিশনে যাচ্ছে তৃণমূল
07:53
Video thumbnail
Dilip Ghosh | 'পুলিশ যদি বেশি প্রভুভক্তি দেখায়, তাহলে সারা রাত থানা জ্যাম করে রেখে দেব' : দিলীপ
06:31
Video thumbnail
আমার শহর (Amar Sahar ) | বারাসাতে প্রচারে ফেস্টুন ব্যানারের রমরমা, এগিয়ে তৃণমূল
02:14
Video thumbnail
ধর্মযুদ্ধে মুখোমুখি | কেন্দ্রে এবার পালাবদল হবে: মিতালি
09:12
Video thumbnail
PM Modi-Mamata | একই দিনে একই জেলায় মোদী ও মমতা, হাইভোল্টেজ রবিবার
01:55
Video thumbnail
Dilip Ghosh | 'যারা ভোট করাত, বাড়ি ঢুকিয়ে দেব' :দিলীপ ঘোষ
05:34
Video thumbnail
Dilip Ghosh | থামছেন না দিলীপ, ফের পুলিশকে হুঁশিয়ারি
02:42
Video thumbnail
Good Morning Kolkata | দেখে নিন আজ সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি
16:58