Placeholder canvas

Placeholder canvas
HomeScrollধোঁয়া বিস্কুট খেয়ে মৃত্যু শিশুর, ভিডিও ঘিরে চাঞ্চল্য
Smokey Biscuit Consuming Incident

ধোঁয়া বিস্কুট খেয়ে মৃত্যু শিশুর, ভিডিও ঘিরে চাঞ্চল্য

যে ঘটনায় তোলপাড় নেট দুনিয়া

Follow Us :

নয়াদিল্লি: খাওয়ার সময় ধোঁয়া ওড়ে। তাতেই মজা। কিন্তু সেই বিস্কুট খাওয়াকে ঘিরে মর্মান্তিক পরিণতি। যা সতর্ক করল সবাইকে। ধোঁয়া বিস্কুট (Smokey Biscuit) খাওয়ার পরে মৃত্যু হল শিশুর (Child)। চাঞ্চল্যকর ভিডিও (Video) সামনে এসেছে। যে ঘটনায় তোলপাড় নেট দুনিয়া। নেটিজেনরা বাচ্চাদের মধ্যে ই ধরনের তরল নাইট্রোজেন ব্যবহারের বিরুদ্ধে ভিডিও সতর্কতা শেয়ার করেছেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, একটি ছোট ছেলে একটি পাবলিক এলাকায় স্টলে বিস্কুট খাচ্ছে। ভিডিওটি আরও এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ছেলেটিকে ব্যাথায় চিৎকার করতে দেখা যায় এবং সাহায্য চাইতে দেখা যায়। কারণ ধূমপান করা বিস্কুট খাওয়ার কারণে তার স্বাস্থ্যের অবনতি হয়েছে বলে মনে হচ্ছে।

ধোঁয়া দেওয়া ওই বিস্কুট খেয়ে ছেলেটির মৃত্যু হয়েছে বলে দাবি করা হচ্ছে। এক্স হ্যান্ডলে বেশ কিছু ব্যবহারকারী ভিডিওটি শেয়ার করেছেন এবং লোকজনকে, বিশেষ করে অভিভাবকদের ধূমপান করা বিস্কুট খাওয়ার বিরুদ্ধে অনুরোধ করেছেন। তাতে বলা হয়েছে, এই পানীয়গুলিতে তরল নাইট্রোজেন -১৯৬ ডিগ্রি সেলসিয়াসে ঠান্ডা থাকে। যা পেটে গিয়ে ফেটে যায়। যার ফলে শ্বাসকষ্ট হয়। অন্য একজন ব্যবহারকারী লিখেছেন, তরল নাইট্রোজেন খাওয়া হলে মারা যায়।

আরও পড়ুন: কলকাতায় বহুতল থেকে পড়ে ছাত্রীর রহস্যমৃত্যু

RELATED ARTICLES

Most Popular