Placeholder canvas

Placeholder canvas
HomeBig newsঅমিত-চাপে প্রস্তাবিত পদ্মমুখ লোকসভা ভোটে

অমিত-চাপে প্রস্তাবিত পদ্মমুখ লোকসভা ভোটে

Follow Us :

কলকাতা: ‘২৪-এ ৩৫ লোকসভা আসনে জেতার টার্গেট বেঁধে দিয়ে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। আর সেই লক্ষ্যপূরণে শাহি সফরের পরদিন থেকেই আটঘাট বেঁধে ময়দানে বঙ্গ বিজেপি (WB State BJP)। আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে আরও বেশি সংখ্যায় সংসদীয় আসন চায় কেন্দ্রীয় নেতৃত্ব। কারণ তার পরের বছরের বিধানসভা ভোটের দিকে নজর রয়েছে মোদি-শাহ জুটির। বাংলায় গেরুয়া ঝড় তুলতে তাই এখন থেকেই প্রাথমিক প্রার্থী তালিকা (Proposed Candidate List) তৈরি করে ফেলেছে বঙ্গ নেতৃত্ব। যা পাঠানো হবে দিল্লিতে।

এবার একনজরে বঙ্গ বিজেপির প্রস্তাবমতো প্রার্থী তালিকা কীরকম হয়েছে দেখে নেওয়া যাক। সেই সঙ্গে খবরের সূত্রও ছবি হিসাবে দেওয়া হলো।

কোচবিহার- নিশীথ প্রামাণিক

আলিপুরদুয়ার- জন বার্লা

শ্রীরামপুর– মধুছন্দা কর/ দেবজিৎ সরকার

হুগলি– লকেট চট্টোপাধ্যায়

আরামবাগ- মধুসূদন বাগ

তমলুক– দিব্যেন্দু অধিকারী

কাঁথি– সৌমেন্দু অধিকারী

ঘাটাল– ভারতী ঘোষ

ঝাড়গ্রাম– কুনার হেমব্রম

মেদিনীপুর- অঞ্জনা বসু

পুরুলিয়া– জ্যোতির্ময় সিং মাহাতো

অন্য খবর দেখুন

বাঁকুড়া– সুভাষ সরকার

বিষ্ণুপুর– সৌমিত্র খাঁ

বর্ধমান পূর্ব– পরেশচন্দ্র দাস

বর্ধমান দুর্গাপুর– কেয়া ঘোষ/ অগ্নিমিত্রা পল

বোলপুর- অনুপম হাজরা

বীরভূম– দুধকুমার মণ্ডল

জঙ্গিপুর– শ্রীরূপা মিত্র চৌধুরী

বহরমপুর– সুব্রত মৈত্র/ মাফুজা খাতুন

মুর্শিদাবাদ– মোহন হালদার

কৃষ্ণনগর– সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়/কল্যাণ চৌবে/ রূপা গঙ্গোপাধ্যায়

রানাঘাট– অর্চনা মজুমদার/ জগন্নাথ সরকার/ মুকুটমণি অধিকারী/ অশোক বিশ্বাস/ রঞ্জিত বিশ্বাস

অন্য খবর দেখুন

বনগাঁ– শান্তনু ঠাকুর

বারাকপুর– মনোজ ব্যানার্জি/ উত্তম অধিকারী/ ফাল্গুনী পাত্র/ বিমলেশ তিওয়ারি

দমদম– রাহুল সিনহা/ রিমঝিম ঘোষ

বারাসত– বিমলশঙ্কর নন্দ/ রূপা গঙ্গোপাধ্যায়

বসিরহাট– শমীক ভট্টাচার্য/ জয় ব্যানার্জি

জয়নগর– মোহন সরকার

মথুরাপুর– দিলীপ জাটুয়া

ডায়মন্ড হারবার– দিলীপ ঘোষ

যাদবপুর- মিঠুন চক্রবর্তী/ জয় ব্যানার্জি

অন্য খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular