Placeholder canvas

Placeholder canvas
HomeCurrent NewsTokyo Olympic: আজ দেশে ফিরছেন রুপোর মেয়ে মীরাবাই

Tokyo Olympic: আজ দেশে ফিরছেন রুপোর মেয়ে মীরাবাই

Follow Us :

আজ,সোমবার দেশে ফিরছেন মীরাবাই সাইকম চানু । রুপোর মেয়ে বলে কথা! মেয়ের রাজ্য-মণিপুর সরকার ঘোষণা করেছে তাঁর জন্য ১ কোটি টাকার পুরস্কার। টোকিও অলিম্পিকে ভারতের এখনও পর্যন্ত প্রথম পদক আনা ভারোত্তোলনের মীরাবাই চানু ২৬ জুলাই সোমবার বিকেল ৪ টা ৪৫ মিনিটে নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে নামবেন। তাঁর সব ইভেন্ট শেষ বলেই তিনি দেশে ফিরে আসছেন। ফিরছেন তাঁর কোচের সঙ্গে।

পাঁচ বছর আগে রিও গেমসে তাঁর ব্যর্থতা ঝেড়ে ফেললেন টোকিও গেমসে মহিলাদের ৪৯ কেজি বিভাগে রুপোর পদক জিতে।

এতো দিন মণিপুর মানেই ছিল বক্সিং কন্যা মারি কম। এবারও ৩৮ বছরের রাজ্যসভার সাংসদ-মারি বক্সিং রিংয়ে এই লেখা পর্যন্ত এগিয়ে চলেছেন। কিন্তু মণিপুর দেশকে আরেক আইরন লেডির হদিস দিল। ২০০০ সিডনি অলিম্পিকের কর্ণম মালেশ্বরীর ব্রোঞ্জ পেয়েছিলেন এই খেলায়। এবার টোকিওতে নয়া নজির গড়ে মোট ২০২ কেজি(৮৭ কেজি+১১৫ কেজি)তুলেছেন চানু ।

গ্রামের মেয়েটি চানু:

ইম্ফল থেকে ২০ কিলোমিটার দূরের এক গ্রামের মেয়ে। বেড়ে উঠেছেন পাঁচ জনের মতো। মাথায় জ্বালানির কাঠের গোছ নিয়ে ধানক্ষেতের মধ্যে দিয়ে বাসায় ফিরত সেদিনের ছোট্ট চানু। একসময় খেলাই ছেড়ে দিতে চেয়েছিল। খেলরত্ন পুরষ্কার পাওয়া মীরবাই চানু পিঠের চোট সমস্যা তাঁর সাফল্যকে আটকে দিয়েছিল।২০১৮ সালে তিনি এশিয়ান গেমসে অংশ নিতে পারেননি এই চোটের জন্য ।

টোকিওতে পদক জিতে কী বলেছিলেন ২৬ বছরের চানু- তা সকলের জানা। “আমি এ বার ভারতের হয়ে প্রথম পদক জিততে পেরে খুব খুশি। আমি শুধু মণিপুরের নয়, আমি পুরো দেশের জন্য এই পদক জিতেছি।”

আরও পড়ুন: নজির গড়ে অলিম্পিক রুপো দেশকে উৎসর্গ চানুর

তাঁর রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এক ভিডিও বার্তায় অভিনন্দন জানিয়ে ঘোষণা করে দিয়েছেন, তাঁর জন্য সম্মানজনক চাকরি দেওয়া হবে। আর প্রতিশ্রুতি মতন পাবেন ১ কোটি টাকাও।
তাঁর মায়ের দেওয়া অলিম্পিক রিংয়ের আকৃতির কানের দুল যা তিনি পড়েছিলেন পদক জয়ের লড়াইয়ে।


আজীবন চানু’র জন্য পিৎজা :

অলিম্পিক গেমসে ঐতিহাসিক পদক জয়ের পরে ২৬ বছর বয়সী এই মেয়েটি তাঁর পছন্দের খাওয়ার কি মিডিয়ার সামনে জানিয়েছিলেন। ইতালিয়ান পিৎজা এবং আইসক্রিম খাওয়ার ইচ্ছা মনে পুষে রেখেছিলেন তিনি। মাসের পর মাস ধরে পছন্দসই খাবার তিনি খাননি। কঠোর পরিশ্রম ও এমন অনেক কিছু পছন্দের জিনিষকে বাদ দিয়েই তিনি তাঁর নিজের কঠোর অনুশীলন চালিয়ে গিয়েছেন নিষ্ঠার সঙ্গে।

পদক লাভের পর একটি সাক্ষাৎকারে চানু মিষ্টি হেসে বলেছিলেন, অনেকদিন পিৎজা খাওয়া হয়নি।
শনিবার সকালেই টোকিও পেরিয়ে খবর আসে, প্রথম অলিম্পিক পদকের। মণিপুরি ভারোত্তোলক মীরা সফল হয়ে কোচের সঙ্গে গিয়ে প্রথমেই বের পিৎজা খান ।

তাঁর এই সাক্ষাৎকারের ভিডিও ক্লিপ ভাইরাল হওয়ার পরেই ডমিনোজ ইন্ডিয়ার পক্ষ থেকে আসে এক ঘোষণা। সংস্থার সোশাল মিডিয়া হ্যান্ডেলে ঘোষণা করা হয়, আজীবন মীরাবাই চানুর জন্য বিনামূল্যে পিৎজা ট্রিট দেবে তারা।

এমনকি লিখেছে, তারা যথেষ্ট গর্বিত চানুর এই অসামান্য কীর্তিতে। তিনি শুধু নিজের নয়, সমগ্র ভারতবাসীর স্বপ্ন আজ পূর্ণ করেছেন। ডমিনোজের কাছে এর চেয়ে আনন্দের এর কিছু হতে পারে না।

ডমিনোজের এই ঘোষণা ভীষণ ভাবেই আবেগে ভাসতে শুরু করেছে নেটিজেনরা । তাদের মধ্যে অনেকেই চানুকে ডমিনোজের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে বেছে নেওয়ার আবেদন জানাতে শুরু করেছে। পৃথ্বীরাজ চৌহান (@PRC0027) – এক জনৈক টুইট করে জানিয়েছেন, উদয়পুরে তাঁর হোটেল ( @TajHotels) সারাজীবন চানুর জন্য বিনামূল্যে পরিষেবা দেবে।

ছবি:সৌ-টুইটার

RELATED ARTICLES

Most Popular