Placeholder canvas

Placeholder canvas
Homeবিনোদনরূপান্তরকামীদের পাশে সঙ্গীত শিল্পীরা

রূপান্তরকামীদের পাশে সঙ্গীত শিল্পীরা

Follow Us :

পৃথিবীতে সকল জীব তাঁর সৃষ্টি। তবুও ভেদাভেদ হয়েই থাকে। আমাদের সমাজে রূপান্তরকামী মানুষদের সমাজ থেকে আলাদা করে দাগিয়ে রাখা হয় কোথায় যেন অন্য নজরে তাদের দেখা হয়। ৩১মার্চ ‘ ইন্টারন্যাশনাল ট্রানজেন্ডার ডে অফ ভিজিবিলিটি’। এই দিনেই রূপান্তরকামীদের পাশে তাদের সমর্থনে একজোট হয়েছে দেশ বিদেশের বেশ কিছু সংগীত জগতের মানুষ।

তাঁরা একটি মিউজিক্যাল ভিডিও অ্যালবাম প্রকাশ করে নাম ‘জাগৃতি এক উড়ান ‘। এই ভিডিওটি এই রূপান্তরকামীদের অনুপ্রাণিত করবে । এই ভিডিওতে অংশ নিতে পেরে খুশি সংগীত শিল্পী জয় সরকার। এই ভিডিওতে রেখা ভরদ্বাজ, মহালক্ষ্মী আইয়ার, রাতুল শঙ্কর , কৌশিক চক্রবর্তী সহ দেশ বিদেশের বহু সংগীত শিল্পী অংশ নেয়।। এই ভিডিওটি ভাবনা ও সুর করেছেন হেমন্ত গোস্বামী । এই মিউজিক ভিডিও টি আনুষ্ঠানিক উন্মোচন করলেন মন্ত্রী শশী পাঁজা। এই মিউজিক ভিডিও রূপান্তরকামীদের অনুপ্রাণিত করবে বলেই আশা করেন এই শিল্পীরা।

RELATED ARTICLES

Most Popular