Placeholder canvas

Placeholder canvas
Homeবিনোদনকরণের দক্ষিণ-প্রেম

করণের দক্ষিণ-প্রেম

Follow Us :

বলিউড বনাম দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির লড়াই এখন প্রকাশ্যে এসে গিয়েছে।‘পুষ্পা’,’ট্রিপল আর’ থেকে ‘কেজিএফ ২’।একের পর এক দক্ষিণী ছবির দাপটে বক্সঅফিসে মুখ থুবড়ে পড়েছে একাধিক বলিউড ছবি।সমালোচক ও বিশেষজ্ঞরা বলছেন,দক্ষিণী ছবির সাফল্য আটকাতে ‘কেজিএফ’ কিংবা ‘পুষ্পা’-র মতো ধুন্ধুমার ছবি তৈরি করতে হবে বলিউডে।সদ্যই একটি ইন্টাভিউতে প্রসঙ্গে নিজের খোলামেলা মতামত জানিয়েছেন করণ জোহর। গোটা দেশ জুড়ে ‘কেজিএফ ২’ এর জয়জয়কার করছেন সিনেপ্রেমীরা। ছবির  দুর্দান্ত সব রিভিউ শোনা যাচ্ছে।‘ব্রহ্মাস্ত্র’-র প্রযোজকের মতে,দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি বলেই বোধহয় ‘ট্রিপল আর’ কিংবা কে’জিএফ ২’ এর মতো ছবি তৈরি করা সম্ভব।কিন্তু বলিউডে যদি তাঁরা এইরকম ছবি তৈরি করতেন তবে মোটেও বক্সঅফিসে সাফল্য পেত না ছবি।হয়তো ছবির নির্মাতাদের মারধরও খেতে হত।

দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে নির্মাতারা স্বাধীনভাবে ছবি তৈরি করতে পারেন, যেটা বলিউডে সম্ভব না।কারণ এই ধরণের ছবি মোটেও পছন্দ করতে না বলিউড প্রেমী দর্শক।দুই ইন্ডাস্ট্রির ছবির প্রতি বলিউড প্রেমী দর্শকদের এই ভিন্ন রকমের মনোভাব নিয়েও প্রশ্ন তুলছেন কেজো।বলিউডকে বাঁচাতে এই নিয়ে অবিলম্বে ভাবনাচিন্তা করারও আবেদন জানিয়েছেন তিনি।

RELATED ARTICLES

Most Popular