Homeকলকাতাস্বামী বিজেপি প্রার্থী, স্ত্রী গলা মেলালেন ‘বিরোধী’ তৃণমূলের প্রচারে

স্বামী বিজেপি প্রার্থী, স্ত্রী গলা মেলালেন ‘বিরোধী’ তৃণমূলের প্রচারে

Follow Us :

কলকাতা: প্রার্থী তৃণমূলের। কলকাতা পুরসভার ৮৩ নম্বর ওয়ার্ডে তৃণমূলের সেই প্রার্থীর হয়ে জোরদার প্রচার চালাচ্ছেন বিজেপি প্রার্থীর স্ত্রী। এই ঘটনায় সংশ্লিষ্ট ওয়ার্ডে যথেষ্ট আলোড়ন পড়ে গিয়েছে। বিজেপি প্রার্থী গৌরাঙ্গ সরকারের স্ত্রী লপিতা কখনও তৃণমূলের মঞ্চে উঠে বিজেপির বিরুদ্ধে কড়া আক্রমণ হানছেন, কখনও মূল্যবৃদ্ধির জন্য দায়ী করছেন বিজেপিকে। একইসঙ্গে লপিতা তৃণমূলের বিভিন্ন সামাজিক প্রকল্পের সুফল তুলে ধরছেন, উচ্ছ্বসিত প্রশংসা করছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

স্বামী-স্ত্রী সম্পূর্ণ বিপরীত দুই মেরুর রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী। তবু, দাম্পত্য সম্পর্কে কোনও চিড় ধরেনি সরকার পরিবারে। ৮৩ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী বলেন, ‘গণতান্ত্রিক দেশে সকলের ব্যক্তি স্বাধীনতা আছে। কে কোন দলকে সমর্থন করবেন তা তাঁর ব্যক্তিগত বিষয়। লপিতার মনে হয়েছে, তাই ও তৃণমূলের হয়ে প্রচার করছে। এতে আমার কোনও আপত্তি নেই।’

আরও পড়ুন- সায়ন্তিকাকে দেখতে সার্কিট হাউসে বিজেপি বিধায়ক

লপিতা জানান, তাঁর ছেলে, বউমা সকলেই তৃণমূল করে। স্বামী বিজেপির প্রার্থী হওয়ায় তিনি খুবই কষ্ট পেয়েছেন। ছেলেও বাবার সিদ্ধান্তে মর্মাহত। লপিতা এর আগে কখনও সক্রিয় রাজনীতি করেননি। কোনওদিন তৃণমূলের ঝাণ্ডাও ধরেননি। তবে, বরাবরই লপিতা মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থক। বিধানসভা ভোটের সময়ও তিনি সোশ্যাল মিডিয়ায় মমতার সমর্থনে লাগাতার প্রচার চালিয়ে গিয়েছেন। বিজেপি প্রার্থীর স্ত্রী জানান, ভোট পর্যন্ত তিনি বিজেপির বিরোধিতা চালিয়ে যাবেন। তাঁর দাবি, এই ওয়ার্ড থেকে তৃণমূল প্রার্থী প্রবীর কুমার মুখোপাধ্যায় বিপুল ভোটে জিতবেন। গোহারা হারবেন তাঁর স্বামী।  

RELATED ARTICLES

Most Popular