Placeholder canvas

Placeholder canvas
Homeজেলার খবরJaynagar Moa Utsav: জমে উঠেছে জয়নগর মোয়া উৎসব, সঙ্গে মিলছে হরেকরকম শীতের...

Jaynagar Moa Utsav: জমে উঠেছে জয়নগর মোয়া উৎসব, সঙ্গে মিলছে হরেকরকম শীতের মিষ্টি

Follow Us :

জয়নগর: শীতকাল এসে গিয়েছে। শীতকাল (Winter) আসা মানেই নলেন গুড়, বড়দিনের কেক, পিঠেপুলি ও মোয়া। সেই মোয়া (Moa) যদি হয় জয়নগরের (Jaynagar), তাহলে তো আর কথাই নেই। খাদ্যরসিক, মিষ্টিপ্রিয় বাঙালি (Food and Sweet Loving Bengali) আর কীই বা চাইতে পারে শীতের মরশুমে (Winter Season)। শীতকালে এলেই এলেই মিষ্টির দোকানে দোকানে (Sweet Shops) ছেয়ে যায় মোয়ার পসরা ও হাঁড়ি। ইচ্ছে হলেই অফিস ফেরত বাঙালি বিকেলে কিংবা সন্ধ্যায় বাক্সবন্দি করে মোয়া নিয়ে বাড়ি ফেরে। শীতের মরশুমে বেশিরভাগ দিন রাত্রিবেলা ডিনারের (Dinner) শেষ পাতে ওটাই বাঙালির ডেজার্ট (Dessert)। মোয়া নিয়ে বাঙালি একটু আবার নাকউঁচু। কেউ কেউ আবার একটা কামড় দিয়েই নাকি বলে দিতে পারেন, কোনটা অরিজিনাল জয়নগরের মোয়া। তাই নিয়ে অনেকে আবার আলোচনাতেও বসে পড়েন। অনেকেই আছেন মোয়ার রসনাতৃপ্তি করতে, সোজা ট্রেনে উঠে জয়নগরে চলে আসেন মোয়া কিনতে। সম্প্রতি জয়নগরের মোয়া জিআই ট্যাগ (GI Tag) পেয়েছে। বাঙালি এই নিয়ে আনন্দিত।

আরও পড়ুন: Lionel Messi: বিশ্বকাপের পরেই কি অবসর নেবেন মেসি, তাঁর কোচ কী বলছেন?  

জয়নগরে তিনদিনব্যাপী মোয়া উৎসবের সূচনা হয়েছে সোমবার সন্ধ্যায়। দক্ষিণ ২৪ পরগনার জয়নগর মজিলপুর পুরসভার আমন্ত্রণ কমপ্লেক্স প্রাঙ্গনে এই মোয়া উৎসবের সূচনা করেছেন জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস ও বারুইপুরের মহকুমাশাসক সুমন পোদ্দার। এছাড়াও এই উৎসবের অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন পুরসভার চেয়ারম্যান সুকুমার হালদার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। নানা স্বাদের নানা ধরনের জয়নগরের মোয়া, নলেন গুড় (Jaggery) থেকে শুরু করে পাটালির সম্ভার ও নানা ধরনের শীতকালীন মিষ্টির সম্ভার রয়েছে এই মোয়া উৎসবে। বারুইপুর প্রেস ক্লাবের (Baruipur Press Club) উদ্যোগে আয়োজিত এই উৎসব চলবে বুধবার পর্যন্ত। 

শীতে ভোজন রসিক বাঙালির অন্যতম আকর্ষণ জয়নগরের মোয়া। কনকচূড় ধানের (Kanakchur Rice) খই (Parched Rice) ও নলেন গুড়ের (Nolen Gur/Date Palm Jaggery) মিশ্রণে তৈরি হয় এই অসাধারণ শীতকালীন মিষ্টি। সীতাভোগ, মিহিদানা যদি হয় বর্ধমান জেলার সেরা মিষ্টি, তেমনই দক্ষিন ২৪ পরগনা জেলার সেরা মিষ্টি এই জয়নগরের মোয়া। শুধু রাজ্য নয়, দেশের বিভিন্ন প্রান্ত এমনকি বিদেশেও এই মোয়ার ব্যাপক চাহিদা রয়েছে। সেই কথা মাথায় রেখেই এই মোয়া বর্তমানে মিলছে অনলাইনেও। তাছাড়া যারা ডায়বেটিক রোগে (Diabetes) আক্রান্ত সেই সমস্ত মানুষদের কথা মাথায় রেখে নো-অ্যাডেড সুগার মোয়াও (No-Added Sugar Moa) এবার মিলছে এই মোয়া উৎসবে। 

তবে মোয়ার আকাশছোঁয়া জনপ্রিয়তা থাকলেও, এই মোয়া শিল্প ধিরে ধিরে শেষ হয়ে যেতে বসেছে। কারণ একদিকে যেমন কমছে খেজুর গাছের (Date Palm/Phoenix dactylifera) সংখ্যা, তেমনই বর্তমান প্রজন্ম শিউলির পেশায় আসতে চাইছেন না। ফলে গাছ থেকে রস সংগ্রহ ও তা থেকে সুমিষ্ট নলেন গুড় তৈরি করা সম্ভব হয়ে উঠছে না। তাই এই শিল্পকে বাঁচিয়ে রাখতে নতুন করে খেজুর গাছ তৈরি করা এবং বর্তমান প্রজন্মকে এই শিউলির কাজে উৎসাহিত করে এই পেশায় উদ্বুদ্ধ করতে উদ্যোগী হয়েছে বারুইপুর প্রেস ক্লাব। এই চিন্তাধারা নিয়েই তিনদিনের এই মোয়া উৎসবের আয়োজন করা হয়েছে। ইতিমধ্যেই উৎসব প্রাঙ্গনে মানুষের ঢল নেমেছে। স্টলে ঘুরে ঘুরে মোয়া চেঁখে দেখে কেনাকাটাও শুরু করেছেন মানুষজন। সব মিলিয়ে জমে উঠেছে জয়নগরের মোয়া উৎসব। 

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Bangladesh Cyclone Remal | বাংলাদেশে ‘রেমাল’ এফেক্ট ! দেখুন কক্সবাজারের অবস্থা
00:00
Video thumbnail
Cyclone Remal | কলকাতায় বৃষ্টি শুরু, আর ঠিক কত দূরে ‘রেমাল’?
00:00
Video thumbnail
Cyclone Remal | সুন্দরবন তটস্থ, রাক্ষুসে শক্তিতে ধেয়ে আসছে রেমাল
00:00
Video thumbnail
Cyclone Remal | সাগরদ্বীপ থেকে ২৯০ কিলোমিটার দূরে রেমাল, আমফান-আয়লার ভয়াবহ স্মৃতি কি ফিরবে ?
11:25
Video thumbnail
Cyclone Remal | অশনি সংকেত, কোথায় আছড়ে পড়বে রেমাল?
11:54:58
Video thumbnail
Cyclone Remal | আয়লা-আমফানের থেকেও শক্তিশালী? রেমাল নিয়ে কী বলছেন আবহবিদরা?
03:25:40
Video thumbnail
Mamata Banerjee | 'ক্ষমা না চাইলে ঊষারানি মণ্ডলকে আমরা মানি না', হুঙ্কার মমতার
03:15
Video thumbnail
বিজেপি প্রার্থীর ধাক্কায় পড়ে গেলেন মহিলা ভোটারতারপর কী হলো দেখুন
03:14:08
Video thumbnail
Ghatal News | ঘাটালে ভোটের দিন দফায় দফায় হিরণকে ঘিরে তৃণমূলের বিক্ষোভ, অন্যদিকে দেব দিনভর ফুরফুরে
04:05
Video thumbnail
আমার শহর (Amar Sahar ) | দেবী কঙ্কালীর চরণ স্থাপনে উৎসবের মেজাজ
02:15