কলকাতা: সোনার (Gold) সঙ্গে জড়়িয়ে থাকে বাঙালির আবেগ। যে কোনও শুভ অনুষ্ঠানের আগে, শুভ সময়ে, পুজোর সময়ে অল্প হলেও সোনায় নজর থাকেই। উৎসবের মরসুমের জন্য অনেকে আগে থেকেই সোনা কিনে রাখেন। আর সামনেই তো বিয়ের মরসুম। বিয়েতে নতুন বউকে সোনা উপহার দিতে পারেন! তাই দোকানে যাওয়ার আগে দেখে নিন আজ মঙ্গলবার কলকাতায় সোনা-রুপোর দাম কি রয়েছে।
মঙ্গলবার কলকাতায় সোনার দাম:
২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ৫৭,৩৬০ টাকা।
২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ৬২,৫৭০ টাকা।
দিল্লিতে সোনার দাম-
২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ৫৭,৫১০ টাকা।
২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ৬২,৭২০ টাকা।
মুম্বইতে সোনার দাম–
২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ৫৭,৩৬০ টাকা।
২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দামদাম ৬২,৫৭০ টাকা।
চেন্নাইতে সোনার দাম-
২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ৫৭,৮১০ টাকা।
২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ৬৩,০৬০ টাকা।
আরও পড়ুন: সোনার দামে স্বস্তি, জানুন আজ কলকাতায় হলুদ ধাতু কত?
বেঙ্গালুরুতে সোনার দাম–
২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম দাম ৫৭,৩৬০ টাকা।
২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম দাম ৬২,৫৭০ টাকা।
হায়দরাবাদে সোনার দাম-
২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ৫৭,৩৬০ টাকা।
২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার ৬২,৫৭০ টাকা।
মঙ্গলবার রুপোর দাম:
রুপোর দর সোনার সঙ্গে তাল মিলিয়ে চলে। সোনার দাম যখন বৃদ্ধি পায়, রুপোর দরও তখন বাড়তে থাকে। দেখে নিন কলকাতায় কত যাচ্ছে রুপোর দাম-
১ কেজি রুপোর বাটের দাম ৭৫,৭০০ টাকা।
১ কেজি খুচরো রুপো ৭৫,৮০০ টাকা।
দেখুন আরও অন্য খবর