দেওরিয়া: রান্নার গ্যাসের সিলিন্ডার ফেটে মৃত্যু হল এক মহিলা এবং তাঁর তিন সন্তানের। শনিবার সাতসকালে এই ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) দেওরিয়া (Deoria) জেলার ডুমরি গ্রামে। দেওরিয়ার পুলিশ সুপারিন্টেন্ডেন্ট (SP) সংকল্প শর্মা জানান, বিস্ফোরণের পর ঘরটিতে আগুন লেগে যায়। কিছুক্ষণ পর দমকল গিয়ে আগুন নেভায়।
আরও পড়ুন: দেশজুড়ে প্রায় ৭৯ হাজার অভিযোগ জমা পড়েছে
এসপি আরও জানান, পরিবারের জন্য চা এবং প্রাতরাশ বানাচ্ছিলেন মহিলাটি। সে সময় কোনওভাবে বিস্ফোরণ হয়। আতঙ্কে এলাকায় ভিড় জমে যায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মা ও তিন সন্তানের মৃতদেহ উদ্ধার করে। পুলিশের দাবি, মৃত্যু হয়েছে বিস্ফোরণে, আগুনে পোড়ার ক্ষতচিহ্ন নেই। এলাকায় পৌঁছে গিয়েছে ফরেন্সিক দল।
দেখুন অন্য খবর: