Placeholder canvas

Placeholder canvas
Homeদেশবিহারে কেন্দ্রীয় মন্ত্রীকে লক্ষ্য করে ছোঁড়া হল কালি

বিহারে কেন্দ্রীয় মন্ত্রীকে লক্ষ্য করে ছোঁড়া হল কালি

Follow Us :

পাটনা: মন্ত্রিত্ব পেয়েই চাপের মুখে পশুপতি কুমার পরেশ। নিজের লোকসভা কেন্দ্রেই তাঁর দিকে ছোঁড়া হল কালি ভর্তি পেন। অভিযোগ, তাঁর দলের লোকেরাই এই কাণ্ড ঘটিয়েছে। জামা কালি ভর্তি হয়ে যাওয়ার পর অবশ্য পরিবর্তন করে নেন বিহারের এই সাংসদ। লোক জনশক্তি পার্টির গোষ্ঠী দ্বন্দ্ব আবারও প্রকাশ্যে।

বিহারের হাজিপুরের এই সাংসদ সদ্য জায়গা পেয়েছেন নরেন্দ্র মোদির মন্ত্রিসভায়। নির্বাচিত হওয়ার পর সোমবার নিজের লোকসভা কেন্দ্র হাজিপুর পরিদর্শনে যান পশুপতি। সেখানেই সভামঞ্চে অনুষ্ঠান চলাকালীন এক মহিলা সমর্থক তার দিকে কালি ভর্তি পেন ছোঁড়েন বলে অভিযোগ। ওই মহিলা চিরাগ পাসোয়ানের অনুগামী বলে জানা গিয়েছে।

লোক জনশক্তি পার্টি থেকে লোকসভা ভোটে যেতেন পশুপতি কুমার পরেশ। এরপর ৮ জুলাই মোদির মন্ত্রিসভায় ঠাঁই পান এই সাংসদ। তাঁকে খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়। এর আগে এই দায়িত্বে ছিলেন নরেন্দ্র সিং তোমর।

আরও পড়ুন: CAA-র নিয়মে নাগরিকত্ব পাবে না আফগানরা, যুক্তি দিলেন আসাদুদ্দিন

হাজিপুরের সাংসদ পশুপতি আগে বিহারের লোক জনশক্তি পার্টির প্রধান ছিলেন। ১৯৭৮ সালে তিনি প্রথম তাঁর জন্মস্থান খাগড়িয়া জেলার আলাউলি থেকে সাংসদ নির্বাচিত হন। ওই এলাকা রাম বিলাস পাসোয়ানের গড় বলেই পরিচিত। রাম বিলাস পাসোয়ানের মৃত্যুর পর উত্তরসূরী হন ভাইপো চিরাগ পাসোয়ান।

বর্তমানে এই লোক জনশক্তি পার্টি দুভাগে ভাগ হয়ে গিয়েছে। একদল পশুপতি কুমার পরেশের পক্ষে। অন্য চিরাগ পাসোয়ানের পক্ষে। পশুপতির মন্ত্রিসভায় আসন লাভ ভালো চোখে নেয়নি অপর পক্ষ। তাই এই আক্রমণ বলে সূত্রের খবর। যদিও দলের পক্ষ থেকে এ কথা অস্বীকার করা হয়েছে।

আরও পড়ুন: আফগান সেনার ফেলে যাওয়া সাঁজোয়া গাড়ি পাকিস্তানে রফতানি করছে তালিবান

নেতা বা মন্ত্রীদের লক্ষ্য করে কালি ছুড়ে দেওয়ার ঘটনা নতুন কিছু নয়। বিশ্বের বিভিন্ন প্রান্তে এই  ধরনের উদাহরণ দেখা গিয়েছে। ভারতের মাটিতেও একাধিকবার ঘটেছে এই ধরনের ঘটনা। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে লক্ষ্য করে কালি ছুঁড়েছিলেন এক মহিলা। তারপরে কেজরিওয়ালের আম আদমি পার্টি(আপ)-র সাংসদ সঞ্জয় সিং-কে একই ঘটনার শিকার হতে হয় উত্তরপ্রদেশের হাথরাসে। ওই রাজ্যেরই রায় বেরেলি এলাকায় আপ নেতা সোমনাথ ভারতীর মুখ লক্ষ্য করে কালী ছোঁড়া হয়েছিল চলতি বছরের শুরুর দিকে।

RELATED ARTICLES

Most Popular