Placeholder canvas

Placeholder canvas
Homeদেশ৩৩ তলা থেকে পড়ে মৃত্যু হল তথ্য-প্রযুক্তি কর্মীর

৩৩ তলা থেকে পড়ে মৃত্যু হল তথ্য-প্রযুক্তি কর্মীর

বহুতল আবাসন থেকে পড়ে মৃত্যু হল তথ্য ও প্রযুক্তি কর্মী দীপাংশু শর্মার

Follow Us :

বেঙ্গালুরু: কর্ণাটকের বেঙ্গালুরু (Bengaluru)-তে বহুতল আবাসন থেকে পড়ে মৃত্যু হল এক তথ্য-প্রযুক্তি কর্মীর। ঘটনাটি ঘটেছে কেআর পূরম থানা এলাকায়। মৃত তথ্য-প্রযুক্তি কর্মীর নাম দীপাংশু শর্মা (Dipanshu Sharma)। বেঙ্গালুরু পুলিশ সূত্রে খবর, দীপাংশু উত্তরপ্রদেশের বাসিন্দা। তাঁর বাবা অবসরপ্রাপ্ত বায়ুসেনা আধিকারিক। বেঙ্গালুরুর একটি বেসরকারি সংস্থায় সফটওয়্যার কর্মী হিসেবে কাজ করতেন দীপাংশু। কেআর পূরম এলাকায় একটি বাড়িতে পেইং গেস্ট হিসেবে ছিলেন তিনি। তবে দুর্ঘটনার দিন তাঁর এক বন্ধুর অ্যাপার্টমেন্টে একটি পার্টিতে গিয়েছিলেন দীপাংশু।

পুলিশ (Bengaluru City Police) জানিয়েছে, অ্যাপার্টমেন্টের ৩৩ তলা থেকে পড়ে মৃত্যু হয়েছে দীপাংশুর। ঘটনাটি শুক্রবার ভোর ৬ টা ৪৫ মিনিট নাগাদ ঘটেছে। কোনও এক কারণে অ্যাপার্টমেন্টের বারান্দার কাছে গিয়েছিলেন দীপাংশু। সেখান থেকেই নীচে পড়ে যান। খবর পাওয়া মাত্র পুলিশ ঘটনাস্থলে যায় এবং তদন্ত শুরু করে। পরে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়।

আরও পড়ুন: চাঁদে মহাকাশ যান, উত্তরকাশীর সুড়ঙ্গ থেকে শ্রমিকদের উদ্ধার, ঘটনাবহুল ২০২৩

দীপাংশুর বাবা কেআর পূরম থানায় অভিযোগ দায়ের করেছেন। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করছে বেঙ্গালুরু পুলিশ। কীভাবে এই ঘটনা ঘটল সেই বিষয় খতিয়ে দেখা হচ্ছে। দীপাংশুর মৃত্যু শুধুই একটা দুর্ঘটনা নাকি পার্টিতে গিয়ে বন্ধুদের সাথে কোনও ঝামেলার কারণেই তাঁকে ইচ্ছাকৃত বারান্দা থেকে কেউ ঠেলে ফেলে দিয়েছে, সেটাই তদন্ত করে দেখছে পুলিশ।

আরও খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular