নয়াদিল্লি: আজ, বুধবার পঞ্জাব এফসির (Punjab FC) বিরুদ্ধে এই আইএসএল (ISL 2023-24) মরসুমের শেষ ম্যাচ খেলতে নামছে ইস্টবেঙ্গল (East Bengal)। এই মুহূর্তে সাত নম্বরে থাকা কার্লেস কুয়াদ্রাতের (Carles Cuadrat) দলের প্লে অফের যোগ্যতা অর্জন করার ক্ষীণ আশা এখনও বেঁচে। অতি অবশ্যই পঞ্জাবকে হারাতেই হবে, কিন্তু তাতে শেষরক্ষা নাও হতে পারে। ছয় নম্বরে থাকা চেন্নাইয়িন এফসি (Chennaiyin FC) যেন তাদের শেষ ম্যাচে হারে, তার জন্য প্রার্থনা করতে হবে ক্লেইটন সিলভাদের।
২১ ম্যাচে ইস্টবেঙ্গলের সংগ্রহ ২৪ পয়েন্ট। গতকাল নর্থ ইস্ট ইউনাইটেডকে হারিয়ে সমসংখ্যক ম্যাচে ২৭ পয়েন্ট সংগ্রহ করে ফেলেছে চেন্নাইয়িন। ইস্টবেঙ্গল আজ জিতলে ২৭ পয়েন্টে শেষ করবে, আর গোয়ার বিরুদ্ধে চেন্নাইয়িন হারলে তারাও ২৭ পয়েন্টেই শেষ করবে। তখন গোলপার্থক্যে প্লে অফে চলে যাবে কলকাতার ক্লাব।
আরও পড়ুন: এক ছক্কায় ছ’টি বাড়িতে বিদ্যুৎ সংযোগ! রাজস্থানের অনবদ্য উদ্যোগ
The boss spoke about the team’s revival and the management’s vision for the next season ahead of #PFCEBFC. ?#JoyEastBengal #EastBengalFC #ISL10 #LetsFootball pic.twitter.com/ta8nf1Tmls
— East Bengal FC (@eastbengal_fc) April 10, 2024
গত সপ্তাহে পঞ্জাব এফসির বিরুদ্ধে কোনওমতে ১-০ ফলে জিতেছিল মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG)। সেদিন অবশ্য পঞ্জাবের বাড়তি তাগিদ ছিল, সবুজ-মেরুনকে হারাতে পারলে প্লে অফের রাস্তা খুলে যেত তাদের। কিন্তু দিমিত্রি পেত্রাতোসের একমাত্র গোলে স্বপ্নভঙ্গ হয়। তবে আজ ইস্টবেঙ্গলের বিরুদ্ধে সম্মানের লরাই নিশ্চয়ই লড়বে পঞ্জাব।
মশাল বাহিনী প্লে অফে যেতে পারবে কি না তা সময়ই বলবে। একটা বিষয় সত্যি, আগের মরসুমগুলোর থেকে এবার অনেক ভালো পারফরম্যান্স ছিল তাদের। কুয়াদ্রাতের অধীনে এবারই প্রথম এক আইএসএল মরসুমে ছ’টি ম্যাচ জিতেছে তারা। এ মরসুমেই প্রথমবার আইএসএলে পরপর দুই ম্যাচে জয় এসেছে। কেরালা ব্লাস্টার্সকে হারানোর পর বেঙ্গালুরু এফসিকে হারিয়ে জেতার হ্যাটট্রিকের মুখে ইস্টবেঙ্গল।
দেখুন অন্য খবর: