HomeCurrent NewsIPL 2022: মুম্বই ইন্ডিয়ান্সের শিবিরে যোগ দিলেন মেন্টর সচিন

IPL 2022: মুম্বই ইন্ডিয়ান্সের শিবিরে যোগ দিলেন মেন্টর সচিন

Follow Us :

তিনি এসে গেছেন। ভারতীয় ক্রিকেটের ভগবান বলে পরিচিত তিনি। আইপিএলে তিনি যে দলের মেন্টর, সেই দল প্রথম ম্যাচে হেরে গেছে। পরের ম্যাচে (২ এপ্রিল) প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস। পাঁচ বারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের শিবিরে ঢুকে পড়েছেন তিনি। নেমে পড়লেন দলের মানসিকতায় বদল আনতে। আর তাঁর নাম যদি সচিন তেন্ডুলকর হয়, তাহলে দলের সকলের বডি ল্যাঙ্গুয়েজ বদলে যেতে বাধ্য। সচিন বাধ্যতামূলক কোয়ারান্টিনে নির্দিষ্ট সময় কাটিয়ে দলের অনুশীলনে নেমেও পড়লেন।

মুম্বই ইন্ডিয়ান্সের শিবির চলছে রিলায়েন্স কর্পোরেট পার্কে। নবি মুম্বইয়ে চলছে অনুশীলন। আর প্রথম ম্যাচে পরাজয়ের পর দুদিন আগেই ছিল প্রথম পুরো প্র্যাকটিস সেশন। সারাক্ষণ সচিন ছিলেন পুরো দলের সঙ্গে।

এই লিজেন্ড ব্যাটার দলের উঠতি ক্রিকেটার তিলক ভার্মা, দেওয়াল্ড ব্রিউইস, আরিয়ান জুয়াল দের অনেক্ষণ ধরে বোঝান ইনিংসের বিভিন্ন সময় কি কি ধরনের শট খেলা উচিৎ। ফুটওয়ার্ক কেমন হবে, টি টোয়েন্টি ক্রিকেটে স্টান্স কি নিলে বাড়তি সুবিধা মিলতে পারে তাও বোঝান।

অন্য সব দলের মতো রোহিত শর্মার দলবল একদিন আগে থেকে জিম সেশন পর্ব সারেন। সকালে প্র্যাকটিসের পর এই সেশন চলে সন্ধ্যা পর্যন্ত। নেট সেশনে ফিল্ডিং, ক্যাচ ধরার পর্ব,আর বিভিন্ন দৌড়ের কসরত করে শরীরে আর মনে চাঙ্গা থাকছেন সকলে।

প্রথম ম্যাচে দিল্লির কাছে হেরেছে মুম্বই। তাই দ্বিতীয় ম্যাচে, রাজস্থানকে হারিয়ে প্রথম পয়েন্টটা ঘরে তুলতে মরিয়া মুম্বই। সঞ্জু স্যামসনের নেতৃত্বে রাজস্থান দল, ৬১ রানে প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে প্রথম ম্যাচই পুরো পয়েন্ট তুলে নিয়েছে।

ছবি: সৌ টুইটার, এম আই টিভি।

RELATED ARTICLES

Most Popular