Placeholder canvas

Placeholder canvas
Homeরাজ্যজাতীয় সড়কের উপর দাউ দাউ করে জ্বলল বাস

জাতীয় সড়কের উপর দাউ দাউ করে জ্বলল বাস

চলন্ত বাসে আগুন লাগার ঘটনায় আতঙ্ক সৃষ্টি হয় যাত্রীদের মধ্যে

Follow Us :

নারায়ণগড়: জাতীয় সড়কের (National HighWay) উপর দাউ দাউ করে জ্বলল যাত্রীবোঝাই বাস (Bus)। খড়গপুর থেকে বেলদা যাওয়ার সময় নারায়ণগড় থানার ৬০ নম্বর জাতীয় সড়কের উপর হঠাৎ করেই জ্বলন্ত বাসে আগুন (Fire) লেগে যায়। আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। তড়িঘড়ি বাস থেকে পড়েন যাত্রীরা। খবর পেয়ে ছুটে আসে দমকল বাহিনী। যুদ্ধ তৎপরতার চলছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের (Medinipur) নারায়নগড়ে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, খড়গপুর থেকে বেলদার দিকে যাওয়ার সময় খডগপুরের কাছেই বাসটিতে যান্ত্রিক ত্রুটি লক্ষ্য করা যায়। তা সারিয়ে ফের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয় বাসটি। এরপরই নারায়ণগড়ের ৬০ নম্বর জাতীয় সড়কের উপর আগুন লেগে যায়। বাসে ধোঁয়া দেখতে পাওয়ায় যাত্রীরা তড়িঘড়ি নেমে পড়েন যাত্রীরা। প্রথমে, স্থানীয়রা এবং পাশে থাকা একটি বেসরকারি কারখানা থেকে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করা হয়। পরে খড়গপুর দমকলে খবর দেওয়া হলে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন: ঐতিহ্যের শহরের খানাখন্দে ভরা রাস্তা

এই ঘটনার জেরে খড়গপুর থেকে উড়িষ্যাগামী ৬০ নম্বর জাতীয় সড়কের একটি লেনে যান চলাচল কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায়। আগুন নিয়ন্ত্রণে আসার পর নারায়ণগড় থানার পুলিশের সহযোগিতায় যান চলাচল নিয়ন্ত্রণে আসে।

দেখুন আরও অন্য খবর: 

RELATED ARTICLES

Most Popular