Placeholder canvas

Placeholder canvas
HomeCurrent NewsDurgapur City Center: দুর্গাপুরে সিটি সেন্টারের জলাশয়ে তীব্র গরমে মরল বহু মাছ

Durgapur City Center: দুর্গাপুরে সিটি সেন্টারের জলাশয়ে তীব্র গরমে মরল বহু মাছ

Follow Us :

দুর্গাপুর: গরমে নাজেহাল রাজ্যবাসী। দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায় সর্ব্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে। নববর্ষের প্রথম দিনই বাঁকুড়ার সর্ব্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করেছিল। এবার আসানসোলে তীব্র গরমে মারা গেল প্রচুর মাছ। দুর্গাপুরের সিটি সেন্টারের বাসস্ট্যান্ড লাগোয়া এক জলাশয়ে প্রচুর পরিমাণে মৃত মাছ ভেসে উঠল।

সোমবার দুর্গাপুরের সিটি সেন্টারে আনন্দ পার্কের ওই জলাশয়ে প্রচুর মরা মাছ ভাসতে দেখা যায়। পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে, তাপমাত্রা অস্বাভাবিক বেড়ে যাওয়ায় জলাশয়ের জল মাত্রাতিরিক্ত গরম হয়ে যাচ্ছে। জলাশয়ের আশপাশে কোনও গাছপালা না থাকায় জল ঠান্ডা হওয়ারও কোনও উপায় নেই। আরও জানায়, জলাশয় মাছগুলি মরে যাওয়ার ফলে জল অপরিষ্কার হয়ে গিয়েছে। গরমে মাছগুলি দ্রুত পচে যাওয়ায় গন্ধ ছড়াচ্ছে।  তাড়াতাড়ি জলাশয়টিকে পরিষ্কার করার চেষ্টা চলছে।

আরও পড়ুন : Lakhimpur Kheri Accident: লখিমপুর খেরিতে বিজেপি বিধায়কের স্করপিওর ধাক্কায় মৃত দুই ভাই

ইতেমধ্যে আবহাওয়া দফতরের তরফে দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। আসানসোলে গত কয়েকদিন ধরেই সর্ব্বোচ্চ ৪০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করছে। পার্কের এক আধিকারিক জানান, প্রায় কয়েক লক্ষ টাকার মাছ নষ্ট হয়ে গিয়েছে।

RELATED ARTICLES

Most Popular