Placeholder canvas

Placeholder canvas
HomeBig newsরামের নামে চাঁদা সংগ্রহ, সতর্ক করল হিন্দু পরিষদ

রামের নামে চাঁদা সংগ্রহ, সতর্ক করল হিন্দু পরিষদ

Follow Us :

নয়াদিল্লি: ‘রামনাম জপনা, পরায়া মাল আপনা…’ শুরু হয়ে গিয়েছে দেশজুড়ে। রামের (Lord Shri Ram) নামে চাঁদা (Donations) তোলা চলছে দেশের বিভিন্ন প্রান্তে। রামমন্দির (Rammandir) প্রতিষ্ঠার নামে চাঁদা আদায়ের প্রতারণায় পা না দেওয়ার বিষয়ে দেশবাসীকে সতর্ক করে দিল বিশ্ব হিন্দু পরিষদ (VHP)। শুক্রবার এক বিবৃতিতে তারা জানিয়েছে, রামমন্দির নির্মাণের জন্য কেউ চাঁদা চাইলে দেবেন না।

বিল বই বা চাঁদার বই ছাপিয়ে রামভক্তদের কাছ থেকে অর্থ সংগ্রহের প্রচুর অভিযোগ আসছে। এই কাজকে সম্পূর্ণ প্রতারণা বলে মানুষকে সতর্ক করে দিয়েছে হিন্দু পরিষদ। যদি কোনও ব্যক্তি বা সংস্থা রামমন্দিরের জন্য চাঁদা চায় তাহলে পুলিশকে খবর দিতেও বলা হয়েছে বিবৃতিতে।

আরও পড়ুন: বিজেপি এমপিরা সেদিন দৌড়ে পালিয়েছিলেন: রাহুল

আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় (Ayodhya) রামমন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। সেই মহোৎসবকে ঘিরে দেশজুড়ে উন্মাদনা ছড়িয়ে বেড়াচ্ছে গেরুয়া শিবির। অনুষ্ঠানকে সফল করতে শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট (Shri Ram Janmabhoomi Teerth Kshetra Trust) দায়িত্বে রয়েছে। এর মধ্যেই জাল পেতেছে প্রতারকরা। জায়গায় জায়গায় বিল ছাপিয়ে চাঁদা তুলে বেড়াচ্ছে অনেকে। প্রচারপত্র বিলি করে রশিদ ছাড়াও অর্থ সংগ্রহ হচ্ছে কোথাও কোথাও।

বজরঙ্গ দল (Bajrang Dal) বিষয়টি হিন্দু পরিষদের নজরে আনে। এরপরেই ভিএইচপি বিবৃতি দিয়েছে। তারা বলেছে, রামমন্দির নির্মাণের জন্য কোনও চাঁদা সংগ্রহ করা হচ্ছে না। এটা পুরোপুরি ভুয়ো, প্রতারকদের কাজ। মানুষ যেন এ ব্যাপারে সচেতন থাকেন। কেউ চাঁদা নিতে এলে পুলিশকে খবর দিতে বলা হয়েছে।

বিশ্ব হিন্দু পরিষদের শীর্ষ আধিকারিক মিলিন্দ পারান্ডে অযোধ্যার রামমন্দিরে প্রাণপ্রতিষ্ঠার (Pranpratistha) জন্য কোনও পৃথক কমিটি গঠন করা হয়নি। কোনও কমিটিকে অর্থ সংগ্রহের দায়িত্বও দেওয়া হয়নি। সকলকে সতর্ক পরিষদ বলেছে, কেউ টাকা চাইলে সাফ না করে দেবেন।

অন্য খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular