Placeholder canvas

Placeholder canvas
HomeCurrent NewsIND vs WI : এবার 'মিশন ক্যারিবিয়ান' লক্ষ্যে রাহুল বাহিনী

IND vs WI : এবার ‘মিশন ক্যারিবিয়ান’ লক্ষ্যে রাহুল বাহিনী

Follow Us :

ইংল্যান্ড থেকে চাটার্ড ফ্লাইটে হেড কোচ রাহুল দ্রাবিড় দলবল নিয়ে রওনা হয়ে গেল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সীমিত ওভারের ক্রিকেট সিরিজ খেলতে। দলের নেতা রোহিত শর্মা পরিবারের সঙ্গে ছুটি কাটিয়ে দলের সঙ্গে পরে যোগ দেবেন।

২২ জুলাই ত্রিনিদাদে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। ২৪ ও ২৭ জুলাই একই মাঠে বাকি দুই ওয়ানডেতে মুখোমুখি হবে এই দল দু’টি।

ভারতের বিপক্ষে ৩টি ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৩ সদ্যসের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। বিশ্রাম নিয়ে দলে ফিরেছেন পেস বোলিং অলরাউন্ডার জেসন হোল্ডার।

আইপিএল খেলার পর থেকেই বিশ্রামে ছিলেন হোল্ডার। কয়েকদিন আগেই শেষ হওয়া সিরিজে বাংলাদেশের বিপক্ষে কোন ফরম্যাটেই দলে ছিলেন না তিনি।

https://twitter.com/sportstigerapp/status/1547271856235098113?t=kn9u2O6L7buSvSNWsUJMGA&s=19

বাংলাদেশের বিপক্ষে খেলা ওয়ানডে সিরিজের দল থেকে রোমারিও শেফার্ড ও অ্যান্ডারসন ফিলিপ বাদ পড়েছেন। দু’জনেই সেই সিরিজে ব্যর্থ হন।

তিন ম্যাচে শেফার্ড মোট ৩৮ রান করতে পেরেছিলেন, উইকেটও পাননি একটি ম্যাচেও। পাশাপাশি প্রথম ম্যাচের পর আর প্রথম একাদশেই সুযোগ পাননি ফিলিপ। প্রথম ম্যাচেও কোনও উইকেট পাননি এই পেসারটি।

হালে ওয়ানডেতে খুব বাজে ফর্মে আছে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের বিপক্ষে সদ্য শেষ হওয়ার তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও গোহারান হেরেছে নিকোলাস পুরানের দল।

তবে ভারতের বিপক্ষে বাংলাদেশ সিরিজের হতাশা ঝেড়ে ঘুরে দাড়াবে ওয়েস্ট ইন্ডিজ, এমনটা আশা করছেন দলটির প্রধান নির্বাচক, প্রাক্তন দাপুটে ওপেনার ডেসমন্ড হেইন্স।

তিনি বলেছেন, “বাংলাদেশের বিপক্ষে গায়ানায় খুব চ্যালেঞ্জিং সিরিজ গেছে দলের। তবে ত্রিনিদাদের কন্ডিশনে ভারতের বিপক্ষে ঘুরে দাঁড়াতে মুখিয়ে আছি আমরা। ক্রিকেটারদের বেশ ক’জনেরই অনেক উন্নতি হয়েছে। তবে দলগত ভাবে আমাদের আরও গুছিয়ে উঠতে হবে এবং ভারতের বিপক্ষে আরও ভালো খেলতে হবে।”
সর্বশেষে ১৪ ম্যাচে কেবল মাত্র চার ম্যাচেই জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ সিরিজ সহ শেষ ছয় ম্যাচের জয় অধরা ওয়েস্ট ইন্ডিজের।

ভারতের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে দলে আছেন :

নিকোলাস পুরান (অধিনায়ক), শেই হোপ (সহ-অধিনায়ক), শামার ব্রুকস, কেসি কার্টি, জেসন হোল্ডার, আকিল হোসেন, আলজারি জোসেফ, ব্র্যান্ডন কিং, কাইল মায়ার্স, গুডাকেশ মোতি, কিমো পল, রভম্যান পাওয়েল, জেডেন সিলস।

রামদিনের অবসর:

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলেন ওয়েস্ট ইন্ডিজের উইকেটরক্ষক – ব্যাটার দীনেশ রামদিন। দীর্ঘদিন দলের বাইরে থাকার পর এবার আন্তর্জাতিক ক্রিকেটকে পাকাপাকিভাবে বিদায় জানালেন ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন এই অধিনায়কটি ।২০১৯ সালে সর্বশেষ জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ম্যাচে মাঠে নেমেছিলেন তিনি।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৭৪টি টেস্ট ম্যাচ খেলেছেন রামদিন। চারটি সেঞ্চুরি ও ১৫ হাফ সেঞ্চুরি নিয়ে তাঁর মোট সংগ্রহ ২৮৯৮ রান। এছাড়া ১৩৯ ওয়ানডেতে আছে দুটি সেঞ্চুরি সমেত ২২০০ রান। টি-টোয়েন্টিতে ৭১ ম্যাচে এক হাফ সেঞ্চুরি নিয়ে দীনেশ রামদিনের রান ৬৩৬।

দলকে ১৩টি টেস্ট ম্যাচে নেত্বতৃ দিয়েছেন রামদিন। তাতে সাতটি হারের সঙ্গে দুই ম্যাচে জিতেছে ক্যারিবিয়ান শিবির।

ছবি: সৌ টুইটার।

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Sunil Chhetri | ভারতীয় ফুটবলে যুগের অবসান, ৬ জুন শেষ ম্যাচ খেলে অবসর সুনীল ছেত্রীর
03:38:43
Video thumbnail
Mamata Bnerjee | ইন্ডিয়া জোটে আছি, থাকব : মমতা
01:17:56
Video thumbnail
আজকে (Aajke) | দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান
00:00
Video thumbnail
Fourth Pillar | বিচারকদের গলায় উল্টো সুর, পরিবর্তনের হাওয়া কি বিচার ব্যবস্থাও টের পেয়েছে?
00:00
Video thumbnail
Fourth Pillar | বিচারকদের গলায় উল্টো সুর, পরিবর্তনের হাওয়া কি বিচার ব্যবস্থাও টের পেয়েছে?
14:59
Video thumbnail
আজকে (Aajke) | দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান
10:32
Video thumbnail
বাংলার ৪২ | বসিরহাটে কোন দল এগিয়ে?
04:52
Video thumbnail
Politics | পলিটিক্স (16 May, 2024)
13:20
Video thumbnail
Mamata Banerjee | 'ভোটের পর লোডশেডিং করে রেজাল্ট বদল', হলদিয়া থেকে ‘গদ্দার’ তোপ মমতার
03:44:05
Video thumbnail
পলিট্রিক্সের গ্রিনরুম (পর্ব-৭) | Arvind Kejriwal | কেজরিওয়াল আর আন্না হাজারেতে ফাটল কেন?
05:11:46