Placeholder canvas

Placeholder canvas
HomeবিনোদনSidharth-Kiara Wedding Updates: সিড-কিয়ারার 'সঙ্গীতে' বাজল কঙ্গনার 'লন্ডন ঠুমকদা'!

Sidharth-Kiara Wedding Updates: সিড-কিয়ারার ‘সঙ্গীতে’ বাজল কঙ্গনার ‘লন্ডন ঠুমকদা’!

Follow Us :

মুম্বই: এখন শুধু সময়ের অপেক্ষা, আর কিছুক্ষণের মধ্যেই সাতপাকে বাঁধা পড়বেন বলিউডের ‘মোস্ট লাভড কাপেল’(B’Town’s most loved couple) সিদ্ধার্থ-কিয়ারা (Siddharth-Kiara)। জয়সালমিরের সুর্যগড় রাজপ্রাসাদের (Suryagarh Palace in Jaisalmer) বাউড়িতে (Bawdi) চার হাত এক হবে আজ। সোমবার সিদ্ধার্থ-কিয়ারার বিয়ে কথা ছিল। তবে রবিবার রাতেই বিয়ে পিছনোর খবর চাউর হয়। বিয়ে পিছনোর কারণ নিয়ে জোর জল্পনা ওঠে সোশাল মিডিয়ায় সোমবার এই নিয়েই মেতে থাকেন নেটিজেনরা। এদিকে জয়সালমিরে বেলা গড়াতে না গড়াতেই তারকা জুটির সঙ্গীত অনুষ্ঠানের জন্য লাল আলোর রোশনাইয়ে সেজে ওঠে সুর্যগড় প্যালেস। সিদ্ধার্থ-কিয়ারার সঙ্গীত অনুষ্ঠানে নাকি বাজতে শোনা যায় কঙ্গনা রানাওয়াতের (Kangna Ranaut) লন্ডন ঠুমকদা (London Thumakda)।

 
তবে জয়সলমিরে উপস্থিত পাপারাৎজিরা (pa) জানাচ্ছেন সঙ্গীত অনুষ্ঠান শুরু  ইংলিশ চার্টবাস্টার্স দিয়ে। অনুষ্ঠানের প্রায় মাঝামাঝি এসে শুরু হয় হিন্দি গান। কিয়ারা আদবানির পরিবারের তরফ থেকে মেয়ের জন্য রাখা হয় স্পেশাল পারফর্ম্যান্স। গোরি নাল ও রঙ সারির মেডলিতে পারফর্ম করেন কিয়ারার পরিবারের সদস্যরা। এরপর শুরু হয় একে পর এক জনপ্রিয় হিন্দি গানে নাচ। বাজতে শোনা যায় নাকি সিড-কিয়ারার শেরশাহ-র রাঞ্জা, মর ভরেয়া, কভি তুমহে, কবীর সিং ছবির জনপ্রিয় গান তেরা বান জাউঙ্গা, সে না, মেহেন্দি লগাকে রাখনা, সাজন জি ও পটিয়ালা পেগ।        
 

সিদ্ধার্থ-কিয়ারা ভক্তদের একটাই আফসোস সোমবার রাতে এই অনুষ্ঠানের এক ঝলকও পাননি পাপারাৎজিরা। তবে জয়সলমিরে উপস্থিত সকলের ক্যামেরায় শুধু ধরা পড়েছে লাল আলোয় মোড়া সুর্যগড় প্যালেসের এক ঝলক। যদিও মঙ্গলবার সকালেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি পোস্ট। বলা হচ্ছে ভিডিয়োটি নাকি সিদ্ধার্থ-কিয়ারার সঙ্গীত অনুষ্ঠানের। তবে এর সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি।

 

অন্যদিকে পাঞ্জাবি বিয়ের রীতি নীতি মেনেই হচ্ছে একের পর এক অনুষ্ঠান। সোমবারই সঙ্গীত অনুষ্ঠানের আগেই ছিল কিয়ারার চুড়া পর্ব। পাঞ্জাবি বিয়ের অন্যতম গুরুত্বপূর্ণ এই রীতি অনুযায়ী বিশেষ ধরনের চুরির সেট পরানো হয় হবু কনেকে। এই চুড়ার সেট বিয়ের পরও একটা নির্দষ্ট সময় অবধি পরে থাকতে হয়। রবিবার ভাইরাল হয় সিদ্ধার্থ-কিয়ারার হলদির সাজে সেজে ওঠা সুর্যগড় রাজপ্রাসাদের এক ঝলক।  

 

 বলিউড তারকা জুটির এই হাই প্রোফাইল বিয়েতে নাকি খাওয়া-দাওয়ারও রয়েছে এলাহি আয়োজন। বিশ্বের ১০টি দেশ থেকে ১০০ রকম পদের আয়োজন করা হয়েছে। খাবার পরিবেশনের জন্য মু্ম্বই-দিল্লি থেকে আনা হয়েছে ওয়েটারদের। স্থানীয়দের দায়িত্ব রাখা হলে প্রাইভেসি নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে বলে এই সিদ্ধান্ত সিদ্ধার্থ-কিয়ারার বিয়ের দায়িত্বে থাকা ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার। 

RELATED ARTICLES

Most Popular