Homeআন্তর্জাতিকতৃতীয় স্টেজের ক্যানসার রোগী সম্পূর্ণ সুস্থ!

তৃতীয় স্টেজের ক্যানসার রোগী সম্পূর্ণ সুস্থ!

Follow Us :

লন্ডন: চিকিৎসা ব্যবস্থা যতই উন্নত হোক আজও ক্যানসার (Cancer) নিরাময়ের উপায় খুঁজে পায়নি। রোগের প্রাথমিক পর্যায় হলে আরোগ্য সম্ভব কিন্তু একবার ছড়িয়ে পড়লে আর কিছু করার থাকে না। সম্প্রতি ব্রিটেনের (UK) এক মহিলা মারাত্মক তৃতীয় স্টেজের ক্যানসার থেকে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলেন। এই মিরাকল ঘটল ডোস্টারলিম্যাব (Dostarlimab) নামের এক ওষুধের গুণে। ব্রিটেনের সংবাদমাধ্যম বিবিসি-র (BBC) দাবি, ওই ওষুধ খাওয়ার ছ’ মাসের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ওই ক্যানসার রোগী।

৪২ বছরের ক্যারি ডাউনি (Carrie Downey) অন্ত্রের ক্যানসারে (Bowel Cancer) আক্রান্ত হন। তিনি ব্রিটেনের সরকারি বিভাগে কাজ করতেন। তৃতীয় স্টেজে থাকা অবস্থায় ক্যানসার ধরা পড়ে তাঁর। এই পর্যায়ে নিয়তি মৃত্যু। কেমোথেরাপি (Chemotherapy) করে যতদিন মৃত্যুকে ঠেকিয়ে রাখা যায়, চিকিৎসকরা তা-ই চেষ্টা করেন। ক্যারি জানিয়েছেন, কেমো এবং রেডিয়েশন (Radiation) ছাড়াও তাঁকে ডোস্টারলিম্যাব নামের এক ওষুধ ইঞ্জেকশন দেওয়া হয়েছিল। ছ’ মাস ওই ওষুধ খাওয়ার পর তাঁর শরীরে ক্যানসারের চিহ্নমাত্র নেই। সম্পূর্ণ অদৃশ্য হয়েছে টিউমার (Tumer)। এমনকী আবার কর্মস্থলে যোগ দিতে চলেছেন ক্যারি।

আরও পড়ুন: ইজরায়েল-গাজা যুদ্ধে নিহত ১০০০

 

ডোস্টারলিম্যাব ইঞ্জেকশন মোনোক্লোনাল অ্যান্টিবডি (Monoclonal Antibody) পর্যায়ের ওষুধ। ক্যানসার আক্রান্ত কোষগুলোতে কিছু নির্দিষ্ট প্রোটিনের কাজকর্ম বন্ধ করে দেয় তা। ক্যানসারের বিরুদ্ধে লড়তে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে সাহায্য করে এবং টিউমার বৃদ্ধিকে মন্থর করে দেয়। ক্যারি জানিয়েছেন, শরীরের সামান্য র‍্যাশ ছাড়া আর ওই ওষুধে আর কোনও পার্শ্ব-প্রতিক্রিয়া হয়নি তাঁর।

সপ্তাহে তিনবার করে টানা ছ’ মাস ক্যারির শিরায় ইঞ্জেক্ট করা হয় ডোস্টারলিম্যাব। রোগ নিরাময়ে কোনও উন্নতি হচ্ছে কি না তা দেখতে নিয়মিত স্ক্যান করে গিয়েছিলেন চিকিৎসকরা। ক্যারি জানান, তাঁর টিউমার ক্রমেই সঙ্কুচিত হচ্ছিল এবং শেষে একেবারে নির্মূল হয়ে যায়। রোগী বলেন, “এই নতুন থেরাপি দিয়ে আমার চিকিৎসা করেছেন ডাঃ ব্যারিংটন। তিনি আমার জীবন ফিরিয়ে দিয়েছেন। তিনি ও তাঁর দলের প্রতি আমি চিরকৃতজ্ঞ থাকব।” সত্যিই, এ যেন ম্যাজিক।

দেখুন অন্য খবর:

RELATED ARTICLES

Most Popular