Placeholder canvas

Placeholder canvas
HomeCurrent NewsBucha Genocide: আন্তর্জাতিক মানবাধিকার পর্ষদ থেকে রাশিয়াকে বহিষ্কার করতে রাষ্ট্রপুঞ্জে ভোটাভুটি

Bucha Genocide: আন্তর্জাতিক মানবাধিকার পর্ষদ থেকে রাশিয়াকে বহিষ্কার করতে রাষ্ট্রপুঞ্জে ভোটাভুটি

Follow Us :

কলকাতা টিভি ওয়েব ডেস্ক: ইউক্রেনের বুচায় অসংখ্য নিরাপরাধ সাধারণ মানুষকে হত্যা করেছে রুশ সেনা। এই অভিযোগে ভোটাভুটি হতে চলেছে রাষ্ট্রপুঞ্জের সাধারণ অধিবেশনে। আন্তর্জাতিক মানবাধিকার পর্ষদ থেকে রাশিয়াকে বহিষ্কার করার প্রস্তাবের উপর ভোটাভুটি হবে বৃহস্পতি বার রাষ্ট্রপুঞ্জের সাধারণ অধিবেশনে। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ভারতীয় সময় বৃহস্পতি বার সন্ধে সাড়ে সাতটায় ওই বৈঠক শুরু হওয়ার কথা।

রাষ্ট্রপুঞ্জের সাধারণ অধিবশনে রাশিয়ার বিরুদ্ধে এই প্রস্তাবের উদ্যোগ নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইউক্রেন-রাশিয়ার সামরিক সংঘাতে মানবাধিকার বিপন্ন, তৈরি হয়েছে চরম সংকট। এ রকমই মনে করছে জো বাইডেনের প্রশাসন। ইউক্রেনের বুচা শহরে কোনও রকম আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করে অসংখ্য নিরাপরাধ সাধরণ মানুষকে হত্যা করা হয়েছে। মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে বলে মনে করছে মার্কিন যুক্তরাষ্ট্র। তাই আন্তর্জাতিক মানবাধিকার পর্ষদ থেকে রাশিয়াকে বহিষ্কার করার প্রস্তাবের উপর ভোটাভুটির সিদ্ধান্ত।

মানবাধিকার লঙ্ঘনের দায়ে রাশিয়াকে বহিষ্কার করতে গেলে প্রস্তাবের পক্ষে দুই-তৃতীয়াংশ ভোট পড়তে হবে। কোন দেশও ভোটাভুটিতে অনুপস্থিত থাকলে ভোট গণনার মোট সংখ্যা থেকে তাকে বাদ রাখা হবে। প্রস্তাবের বিপক্ষে ভোট দিলে , অথবা ভোটাভুটিতে অংশ না নিলে, সেই দেশের উপর আর্থিক নিষেধাজ্ঞা চাপানোর হুঁশিয়ারি দিয়ে রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র। দ্বিপাক্ষিক সম্পর্কের উপরেও এর প্রভাব পড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

কিছুদিন আগে ইউক্রেনের বুচা (Bucha Genocide) শহরে জীবন্ত ৩০০ জনকে কবর দেওয়ার ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে যায়। কোনও কোনও লাশের হাত-পা বাঁধা। নিরাপরাধ সাধারণ নাগরিকদের (civilians at Bucha) কবর দেওয়া লাশের ছবি প্রকাশ্যে আসার পরই ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি (Volodymyr Zelensky) এটা ঘটনাকে ‘গণহত্যা’ হিসেবে অভিহিত করেন।

আরও পড়ুনTapan Kandu Murder CBI: তপন কান্দু হত্যার কেস ডায়েরি নিল সিবিআই

মার্কিন যুক্তরাষ্ট্রের এক সংবাদ সংস্থাকে জেলেনস্কি এই ঘটনার প্রতিক্রিয়া দেন। তিনি বলেন, এটা অবশ্যই গণহত্যা। ইউক্রেনের এই নারকীয় ঘটনার জন্য পশ্চিমের দেশগুলি সম্পূর্ণভাবে রাশিয়ান সেনা (Russian troops) বাহিনীকেই দায়ী করে। রুশ সেনা কিভ আক্রমণের সময়ই জেলেনস্কি বলেছিলেন, এই যুদ্ধ সারা বিশ্বের কাছে গণহত্যার বিরাট পরিচয় দেবে।

RELATED ARTICLES

Most Popular