Placeholder canvas

Placeholder canvas
HomeScrollনওশাদ ডায়মন্ড হারবারে দাঁড়াচ্ছেন না, জানিয়ে দিল আইএসএফ
Lok Sabha Election 2024

নওশাদ ডায়মন্ড হারবারে দাঁড়াচ্ছেন না, জানিয়ে দিল আইএসএফ

সিপিএমের সঙ্গে আসন সমঝোতার বন্ধ করে দিল নওশাদের দল

Follow Us :

কলকাতা: বহুবার হুঙ্কার দিয়েও শেষ পর্যন্ত ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে দাঁড়াচ্ছেন না আইএসএফের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকি। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে সে কথা জানিয়ে দিলেন দলের নেতারা। নেতৃত্ব জানান, লোকসভা ভোটে নওশাদ লড়বেন না। তবে কি তিনি ভয় পেয়ে গেলেন, এই প্রশ্নের জবাবে আইএসএফের নেতারা বলেন, ভয় পাওয়ার কোনও প্রশ্নই ওঠে না। দল মনে করছে, নওশাদের মতো লড়াকু নেতাকে একটি কেন্দ্রে আটকে রাখা ঠিক নয়। যে সব কেন্দ্রে দলের প্রার্থীরা লড়ছেন, সেই সব কেন্দ্রে নওশাদ প্রচার করবেন।

গত কয়েক মাস ধরেই নওশাদ বলে আসছিলেন, তিনি ডায়মন্ড হারবারে তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারাবেন। দল চাইলে সেখানে দাঁড়াবেন। কিন্তু এদিন দল জানিয়ে দিল, নওশাদ দাঁড়াচ্ছেন না। বিজেপির রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, নওশাদের সঙ্গে সম্ভবত শুভেন্দু অধিকারীর আর্থিক লেনদেনের বোঝাপড়া হয়নি। তাই নওশাদ ডিগবাজি খেয়েছেন।

আরও পড়ুন: গত লোকসভা, বিধানসভা ভোটে হিংসার রিপোর্ট তলব বিশেষ পর্যবেক্ষকের

নওশাদ জানান, আসন সমঝোতার জন্য তাঁরা ধর্মনিরপেক্ষ দলগুলির সাড়া পাওয়ার জন্য অপেক্ষা করছিলেন। কিন্তু কোনও সাড়া পাওয়া যায়নি। তাই আইএসএফ তাদের মতো করে লড়াই করবে। মুর্শিদাবাদ, যাদবপুর, শ্রীরামপুর, ডায়মন্ড হারবার প্রভৃতি কেন্দ্রে তারা লড়বে। মুর্শিদাবাদ কেন্দ্রে বাম-কংগ্রেসের প্রার্থী সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। শ্রীরামপুরে বাম প্রার্থী দীপ্সিতা ধর। যাদবপুরে বাম প্রার্থী সৃজন ভট্টাচার্য। সিপিএম চেয়েছিল, এই কেন্দ্রগুলিতে যেন আইএসএফ প্রার্থী না দেয়। কিন্তু সিপিএমের অনুরোধ তারা প্রত্যাখ্যান করে।

দেখুন আরও অন্যান্য খবর:

RELATED ARTICLES

Most Popular