Placeholder canvas

Placeholder canvas
HomeকলকাতাBJP MLAs Suspended: রাজ্যপালের কাছে গিয়ে লাভ হবে না শুভেন্দুদের, মন্তব্য অধ্যক্ষের

BJP MLAs Suspended: রাজ্যপালের কাছে গিয়ে লাভ হবে না শুভেন্দুদের, মন্তব্য অধ্যক্ষের

Follow Us :

কলকাতা: বিধানসভার (Chaos in West Bengal Assembly) ভিতরে শাসক দলের বিধায়কদের সঙ্গে হাতাহাতি ও মারপিটে জড়িয়ে সাসপেন্ড হন শুভেন্দু অধিকারী-সহ সাত বিধায়ক (BJP MLA’s Suspended)৷ তারপরই রাজ্যপালের দ্বারস্থ হন বিরোধীরা৷ শুভেন্দুদের সঙ্গে সাক্ষাতের পরই বিধানসভার অধ্যক্ষকে চিঠি পাঠিয়ে এ বিষয়ে বিস্তারিত জানতে চান রাজ্যপাল৷ যদিও অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, এমন কোনও চিঠি ব্যক্তিগত ভাবে তিনি পাননি৷ বরং বিজেপিকে উদ্দেশ করে অধ্যক্ষ বলেন, ‘রাজ্যপালের কাছে গিয়ে কোনও সমাধান হবে না৷ উনি বিধানসভার কাজে হস্তক্ষেপ করতে পারেন না৷ যেমন বিধানসভার অধ্যক্ষ হিসেবে তিনিও রাজভবনের কাজে নাক গলাতে পারেন না৷’ এরপরই তিনি রাজ্যপালকে বিরোধী দলের নেতাদের সঠিক আচরণের শিক্ষা দিতে বলেন৷

চলতি বাজেট অধিবেশনের শেষদিন বগটুই কাণ্ড নিয়ে আলোচনার দাবিতে ধুন্ধুমার বেঁধে যায় বিধানসভায়৷ হাতাহাতিতে জড়িয়ে পড়েন দুই দলের বিধায়করা৷ নাক ফেটে যায় তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের৷ অন্য দিকে জামা ছিড়ে বুকে আঘাত পান পরিষদীয় দলনেতা মনোজ টিগ্গা৷ এরপরই অধ্যক্ষ বিজেপির সাত বিধায়ককে সাসপেন্ড করেন৷ জানিয়ে দেন, সাসপেন্ডেড বিধায়করা এই অধিবেশনে যোগ দিতে পারবেন না৷ তারপরই শুভেন্দু অধিকারীর নেতৃত্বে রাজভবনে ছোটেন বিজেপি বিধায়করা৷

এরপরই আসরে নামেন রাজ্যপাল জগদীপ ধনখড়৷ বিধানসভার অধ্যক্ষকে চিঠি পাঠিয়ে এ বিষয়ে বিস্তারিত জানতে চান তিনি৷ জবাবে বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, ‘রাজ্যপাল বিধানসভার ব্যাপারে হস্তক্ষেপ করতে পারেন না৷ আমি যেমন রাজভবনের বিরুদ্ধে কোনও অর্ডার দিতে পারি না৷ কাজেই রাজ্যপালের কাছে গিয়ে কোনও লাভ হবে না৷ বিধানসভার সমস্যা বিধানসভাতেই মেটাতে হবে৷’ রাজ্যপালের চিঠির ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে কোনও চিঠি পাইনি৷ তবে শুনেছি একটি চিঠি এসেছে৷ সচিবের কাছে রয়েছে৷ রাজ্যপালের হস্তক্ষেপ করাটা বাঞ্ছনীয় নয়৷ উনি আমাকে ব্যক্তিগতভাবে অনুরোধ করতে পারেন৷ কিন্তু বিরোধী দলের নেতারা কথায় কথায় রাজ্যপালের কাছে চলে যান৷ আমার মতে বিরোধী দলের নেতাদের উনি শিক্ষা দিতে পারেন৷ যে তোমরা এই আচরণ করো না৷ কিন্তু দুর্ভাগ্যের বিষয় তিনি তাঁদের উৎসাহিত করে তোলেন৷’

আরও পড়ুন: TMC slams BJP: বেড়েই চলেছে জ্বালানির দাম, ‘অচ্ছে দিন’ নিয়ে মোদিকে খোঁচা তৃণমূলের

RELATED ARTICLES

Most Popular