Placeholder canvas

Placeholder canvas
HomeদেশVistara to Merge with Air India: এয়ার ইন্ডিয়ার সঙ্গে মিশে যেতে চলেছে...

Vistara to Merge with Air India: এয়ার ইন্ডিয়ার সঙ্গে মিশে যেতে চলেছে ভিস্তারা, ৭৪.৯ শতাংশ মালিকানা থাকবে টাটা সন্সের

Follow Us :

নয়াদিল্লি: একসঙ্গে মিশে যেতে চলেছে দুই বিমান সংস্থা ভিস্তারা (Vistara) এবং এয়ার ইন্ডিয়া (Air India)। ২০২৪ সালের মার্চ মাসের মধ্যেই এই প্রক্রিয়া সম্পূর্ণ হবে। মঙ্গলবার এক বিবৃতি জারি করে এই কথা ঘোষণা করেছে টাটা সন্স (Tata Sons) এবং সিঙ্গাপুর এয়ারলাইন্স (Singapore Airlines – SIA)। একীকরণের এই প্রক্রিয়া সম্পূর্ণ হলে এআই-ভিস্তারা-এআই এক্সপ্রেস-এয়ারএশিয়া ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড (AI-Vistara-AI Express-AirAsia India Pvt Ltd – AAIPL)-এ টাটা সন্স ৭৪.৯ শতাংশ মালিকানার অধিকারী হবে এবং সিঙ্গাপুর ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের হাতে যাবে ২৫.১ শতাংশ মালিকানা। চলতি বছরের গোড়ার দিকে জানুয়ারিতে ভারত সরকারের কাছ থেকে এয়ার ইন্ডিয়া অধিগ্রহণ করে টাটা সন্স। তারপর থেকেই শোনা যাচ্ছিল যে ভিস্তারা উড়ান সংস্থাকেও হাতে নিতে চলেছে টাটা। 

একীকরণের (Integration) প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গেলে সিঙ্গাপুর এয়ারলাইন্স ২৫০ মিলিয়ন (২৫ কোটি) মার্কিন ডলার বিনিয়োগ করবে এই উদ্যোগে। ভারতীয় মুদ্রায় এই পরিমাণ ২০০০ কোটি টাকারও বেশি। ভিস্তারা যুক্ত হলে নব এয়ার ইন্ডিয়ার (New Air India) বাজার মূল্য হবে ১ বিলিয়ন (১০০ কোটি) মার্কিন ডলার। চলতি বছরে সেপ্টেম্বরের হিসেব অনুযায়ী, সিঙ্গাপুর এয়ারলাইন্সের মোট সম্পদ পরিমাণ দাঁড়িয়েছে ১৭.৫ বিলিয়ন সিঙ্গাপুর ডলার। তাই তাদের ইচ্ছে নব এয়ার ইন্ডিয়াতে তারা পুরো বিনিয়োগটাই নিজেদের ভাঁড়ারের অর্থ থেকে যোগান দেবে। 

আরও পড়ুন: Health benefits of Hing: শুধু রান্নাতেই নয় জানেন কী শীতকালে শরীর সুস্থ রাখতেও দারুণ কাজের হিং

উল্লেখ্য, ২০২২-২৩ এবং ২০২৩-২৪ অর্থবর্ষে এয়ার ইন্ডিয়াকে আরও এগিয়ে নিয়ে যেতে সিঙ্গাপুর এয়ারলাইন্স এবং টাটা সন্স অতিরিক্ত অর্থ বিনিয়োগ করার পরিকল্পনা নিয়েছে। ভিস্তারার সঙ্গে এয়ার ইন্ডিয়ার একীকরণ সম্পূর্ণ হলে এয়ার ইন্ডিয়া বিমান পরিবহনের রুট এবং বিমানের সংখ্যা আরও বাড়বে। পরিসংখ্যান বলছে, মোট ২১৮টি বিমান আসবে এয়ার ইন্ডিয়ার অধীনে। তার ফলে যাত্রী পরিবহনের দিক থেকে ভারতের সবচেয়ে বড় উড়ান সংস্থা হওয়ার পথে এয়ার ইন্ডিয়া এবং অভ্যন্তরীণ উড়ানের ক্ষেত্রে এয়ার ইন্ডিয়া দ্বিতীয় বৃহত্তম বিমান সংস্থা হবে। 

ভারতের বিমান পরিবহন বাজার বর্তমানে বিশ্বের তৃতীয় বৃহত্তম বাজার। প্রত্যাশা রয়েছে, আগামী দশ বছরের মধ্যে এই বাজার দ্বিগুণ বৃদ্ধি পাবে। আগামী পাঁচ বছরের মধ্যে বিমান বহর তিনগুণ বৃদ্ধি করার পরিকল্পনা নেওয়া হচ্ছে। টাটা সন্স এবং সিঙ্গাপুর এয়ারলাইন্স দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে এগোতে চাইছে।    

চলতি বছরের গোড়ার দিকে টাটা এয়ারএশিয়ার অ্যাভিয়েশন গ্রুপ লিমিটেড (AirAsia Aviation Group Ltd.)-এর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে। চুক্তি অনুযায়ী টাটা এএআইপিএল-এর অবশিষ্ট ১৬.৩ শতাংশ অংশীদারি কিনে নেবে ১৮.৮ মিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে। ভারতীয় মুদ্রায় এই পরিমাণ ১৫৫.৬ কোটি টাকা। এর ফলে এয়ারএশিয়া ইন্ডিয়ার একমাত্র মালিক হবে টাটা এবং এক বছরের মধ্যে এই উড়ান সংস্থা এআই এক্সপ্রেসের সঙ্গে মিশে যাবে। সিঙ্গাপুর এয়ারলাইন্স ভিস্তারাকে এয়ার ইন্ডিয়ার সঙ্গে মিশিয়ে দেওয়ার বিষয়ে সম্মতি দেওয়ায় টাটা সন্স এবার নিয়ন্ত্রক ছাড়পত্র (Regulatory Clearances) চাইবে এবং ২০২৪ সালের মার্চের মধ্যেই এই কাজ সম্পূর্ণ হয়ে যাবে।

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Lok Sabha Election 2024 | আজ চতুর্থ দফার ভোট, রাজ্যের ৫ জেলার ৮ কেন্দ্রে নির্বাচন
21:27
Video thumbnail
Lok Sabha Election | সোমে বাংলার ৮ কেন্দ্রে ভোট, দিলীপ-অধীর-মহুয়াদের ভাগ্য নির্ধারণ
02:35
Video thumbnail
Lok Sabha Election 2024 | আগামীকাল চতুর্থ দফার ভোট, ৫ জেলার ৮ কেন্দ্রে নির্বাচন
03:43
Video thumbnail
Lok Sabha Election | সোমবার চতুর্থ দফার ভোট, শেষ মুহূর্তে চূড়ান্ত ব্যস্ততা
07:49
Video thumbnail
Lok Sabha Election | বাংলার ৮ কেন্দ্রে নির্বাচন, ভারতের লোকসভা নির্বাচনের চতুর্থ দফার ভোট কাল
10:16
Video thumbnail
Lok Sabha Election | EVM, সরঞ্জাম নিয়ে বুথমুখী ভোটকর্মীরা
04:11
Video thumbnail
Lok Sabha Election | সোমবার চতুর্থ দফার ভোট, শেষ মুহূর্তে চূড়ান্ত ব্যস্ততা
10:42
Video thumbnail
Lok Sabha Election 2024 | কৃষ্ণনগরের মডেল বুথ জলঙ্গি ভবন, ভোটারদের জন্য থাকছে পুরস্কার জেতার সুযোগ
02:52
Video thumbnail
Lok Sabha Election | বাংলার ৮টি লোকসভা কেন্দ্রে ভোট, ইভিএম নিয়ে বুথমুখী ভোটকর্মীরা
08:01
Video thumbnail
ধর্মযুদ্ধে রণহুঙ্কার | রাজ্যে বড় দুর্নীতি করছে TMC :নরেন্দ্র মোদি
05:43