এখন আমাদের সবার হাতেই একটি স্মার্ট ফোন খুব কমন বিষয়। স্মার্ট ফোনের সমস্ত ফিচারের সঙ্গে আমরা বেশ পরিচিত। স্মার্ট ফোনের ব্যবহৃত ফিচার গুলির মধ্যে একটি ফিচার এমন রয়েছে যা ব্যাবহার করার সঠিক পরিস্থিতি না এলেও আমরা অনেকেই ব্যবহার করে থাকি। অনেক সময় নেটওয়ার্ক রিফ্রেশিং এর ক্ষেত্রে। সেটি হল ফ্লাইট মোড। যাঁরা নিয়মিত প্লেনে ভ্রমণ করেন তাঁরা ছাড়াও অনেক অনেকেই করে থাকেন এটি ব্যবহার তবে যাঁরা নিয়মিত প্লেনে ভ্রমণ করেন তাঁরা এই ব্যাপারটায় বেশ অভ্যস্ত। প্লেনে বসার সঙ্গে সঙ্গে বিমানকর্মীরা আপনাকে আপনার মোবাইল ফোনট এয়ারপ্লেন মোডে রাখতে বলবে। এমনকি সব ডিভাইস এয়ারপ্লেন মোডে রাখতে হয় ফ্লাইটে। অনেকেই তা করেন না। ভাবেন সবার ফোন এয়ারপ্লেন মোডে আছে আমারটা না থাকলে কি সমস্যা।
তবে জানেন কি, কেন প্লেনে মোবাইল ফোন এয়ারপ্লেন মোডে রাখা জরুরি :
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, বিমানে চলাকালীন এটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনি যদি স্মার্টফোনটিকে ফ্লাইট মোডে না রাখেন, তবে বিমানের নেভিগেশনে সমস্যা হতে পারে। যা ফ্লাইটে খারাপ প্রভাব ফেলতে পারে। এই নেভিগেশনের কাজ হল বিমানকে পথ দেখানো। যদি বিমানের নেভিগেশনে সমস্যা দেখা দেয়, তবে এটি তার পথ থেকে বিচ্যুত হয়ে যাবে। ফলে রাস্তা হারিয়ে ফেলার সম্ভাবনা থাকে।
আরও পড়ুন: দুর্গাপুজো হলে গণেশপুজো নয় কেন, প্রশ্ন আদালতের
ফোন থেকে আসা সিগন্যাল বিমানের ইলেকট্রনিক সিস্টেমটিকে খারাপ করে দিতে পারে। এতে বিমানের নিয়ন্ত্রণে সমস্যা হতে পারে এবং দুর্ঘটনা ঘটতে পারে। তাই টেক অফ হওয়ার আগেই সবাইকে বলা হয় ফোন সুইচ অফ করতে বা এয়ারপ্লেন মোড অন করতে। তাই পরের বার আপনি যখনই ফ্লাইটে উঠবেন, তখন আপনার ফোনটিকে এয়ারপ্লেন মোডে রাখতে ভুলবেন না।