Placeholder canvas

Placeholder canvas
HomeদেশSBI | Recapitalisation | না চাইতেই স্টেট ব্যাঙ্ককে ৮,৮০০ কোটি টাকা দিয়েছে...

SBI | Recapitalisation | না চাইতেই স্টেট ব্যাঙ্ককে ৮,৮০০ কোটি টাকা দিয়েছে কেন্দ্র : অডিট রিপোর্ট

Follow Us :

নয়াদিল্লি: দেশের সবচেয়ে বড় সরকারি ব্যাঙ্ক হল স্টেট ব্যাঙ্ক ইন্ডিয়া (State Bank of India – SBI)। অর্থ সাহায্য না চাইলেও, স্টেট ব্যাঙ্ককে বিপুল পরিমাণ টাকা দিয়েছিল কেন্দ্র। গত সোমবার (২৭ মার্চ) দেশের সংসদে ক্যাগ রিপোর্ট (CAG report) পেশ হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে, ২০১৭-১৮ অর্থবর্ষে দেশের বৃহত্তম ঋণদাতা ব্যাঙ্ক এসবিআই’কে না চাইতেই রিক্যাপিটালাইজেশন (Recapitalization) অনুশীলনের অঙ্গ হিসেবে ৮,৮০০ কোটি টাকা দিয়েছিল ডিপার্টমেন্ট অব ফিন্যান্সিয়াল সার্ভিসেস (Department of Financial Services – DFS)।

আরও পড়ুন: Covid-19 Rising | ১৫ দিনে প্রায় সাড়ে তিন গুণ বেড়েছে করোনা সংক্রমণ 

খবরে প্রকাশ, কেন্দ্রীয় অর্থমন্ত্রকের অধীনস্থ দফতর পুনঃপুঁজিকরণ বা রিক্যাপিটালাইজেশনের আগে কোনও রকম মূল্যায়ন কার্য চালায়নি (conduct assessment) এক্ষেত্রে। অথচ তাদের নিজের নিয়ম অনুসারে মূল্যায়ন মানদণ্ড হিসেবে বিবেচিত হয়। ২০২১ সালের মার্চ মাসে শেষ হওয়া অর্থবর্ষ সংক্রান্ত কেন্দ্রীয় সরকারের (অর্থনৈতিক ও পরিষেবা মন্ত্রক – অসামরিক) [Union Government (Economic and Service Ministries – Civil)] উপর তৈরি ভারতের নিয়ন্ত্রক ও নিরীক্ষক জেনারেলের (Comptroller and Auditor General of India) দেওয়া ২০২৩-এর কমপ্লায়েন্স অডিট রিপোর্ট নং ১-এ এই বিষয়টিই বলা হয়েছে।

অডিট রিপোর্টে আরও বলা হয়েছে, ২০১৭-১৮ অর্থবর্ষে দেশের বৃহত্তম সরকারি ব্যাঙ্ক (Public Sector Bank – PSB) হিসেবে বিবেচনা করে এসবিআই’কে ৮,৮০০ কোটি টাকা দেওয়া হয়েছিল ক্রেডিট বৃদ্ধির জন্য, কিন্তু এরকম কোনও চাহিদা ছিল না স্টেট ব্যাঙ্কের। রিক্যাপিটালাইজেশনের ক্ষেত্রে প্রয়োজনীয় মাপকাঠি হিসেবে পুঁজির প্রয়োজনীয়তা সংক্রান্ত মূল্যায়ন কার্য চালায়নি ডিএফএস। 

রিপোর্টে এটাও বলা হয়েছে, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (Reserve Bank of India – RBI) কর্তৃক যে সমস্ত নীতি বলে দেওয়া হয়েছে পুনঃপুঁজিকরণের ক্ষেত্রে, তার থেকে বেশি অর্থ দেওয়া হয়েছে বিভিন্ন সরকারি ব্যাঙ্কগুলিকে। এখানে উল্লেখ্য, আরবিআই হল ভারতের কেন্দ্রীয় ব্যাঙ্ক (Central Bank of India)।  

প্রকাশিত রিপোর্ট বলছে, আরবিআই ইতিমধ্যেই দেশের ব্যাঙ্কগুলিকে অতিরিক্ত ১ শতাংশের বর্ধিত মূলধনের প্রয়োজনীয়তা নির্ধারণ করেছে, এর ফলে ৭,৭৮৫.৮১ কোটি টাকার অতিরিক্ত অর্থপ্রবাহ এসেছে। 

২০১৯-২০ সালে ব্যাঙ্ক অব মহারাষ্ট্রে ৮৩১ কোটি জমা করেছিল ডিএফএস। অথচ চাহিদা ছিল ৭৯৮ কোটি টাকা। বলা হচ্ছে, ৩৩ কোটি টাকার অর্থ তহবিল সমর্পণ অর্থাৎ সারেন্ডার এড়াতে, তা পাঠানো হয়েছিল।

উল্লেখ্য, কেন্দ্র সরকার দেশের সরকারি ব্যাঙ্কগুলির ক্রেডিড বৃদ্ধির (Credit Growth) উদ্দেশ্যে পুনঃপুঁজিকরণ বা রিক্যাপিটালাইজেশন করে। এক্ষেত্রে রিজার্ভ ব্যাঙ্কে প্রম্পট কারেক্টিভ অ্যাকশন ফ্রেমওয়ার্ক রয়েছে (Prompt Corrective Action framework)। কেন্দ্র চায় ঋণ দেওয়ার ক্ষেত্রে আরবিআইয়ের নীতির অধীনে সরকারি ব্যাঙ্কগুলি যাতে ভালো পারফর্ম করে। সেই কারণে পাবলিক সেক্টর ব্যাঙ্কগুলিকে সময়ে সময়ে পুঁজি পাঠিয়ে থাকে কেন্দ্র। কিন্তু তার আগে পুঁজি সংক্রান্ত চাহিদার মূল্যায়ন করতে হয়। এসবিআইকে ৮,৮০০ কোটি টাকা পাঠানোর ক্ষেত্রে তা করা হয়নি। 

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Sunil Chhetri | ভারতীয় ফুটবলে যুগের অবসান, ৬ জুন শেষ ম্যাচ খেলে অবসর সুনীল ছেত্রীর
03:38:43
Video thumbnail
Mamata Bnerjee | ইন্ডিয়া জোটে আছি, থাকব : মমতা
01:17:56
Video thumbnail
আজকে (Aajke) | দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান
00:00
Video thumbnail
Fourth Pillar | বিচারকদের গলায় উল্টো সুর, পরিবর্তনের হাওয়া কি বিচার ব্যবস্থাও টের পেয়েছে?
00:00
Video thumbnail
Fourth Pillar | বিচারকদের গলায় উল্টো সুর, পরিবর্তনের হাওয়া কি বিচার ব্যবস্থাও টের পেয়েছে?
14:59
Video thumbnail
আজকে (Aajke) | দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান
10:32
Video thumbnail
বাংলার ৪২ | বসিরহাটে কোন দল এগিয়ে?
04:52
Video thumbnail
Politics | পলিটিক্স (16 May, 2024)
13:20
Video thumbnail
Mamata Banerjee | 'ভোটের পর লোডশেডিং করে রেজাল্ট বদল', হলদিয়া থেকে ‘গদ্দার’ তোপ মমতার
03:44:05
Video thumbnail
পলিট্রিক্সের গ্রিনরুম (পর্ব-৭) | Arvind Kejriwal | কেজরিওয়াল আর আন্না হাজারেতে ফাটল কেন?
05:11:46